জেলা প্রতিনিধি,
সিলেট নগরীর দক্ষিণ সুরমায় বুধবার ভোরে ছাত্র পরিচয়ে গাড়ি তল্লাশি করে মামুনুর রহমান ওরফে খাজা মামুন নামে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণকারীরা তাঁর কাছ থেকে ৭ লাখ ৮১ হাজার টাকার বেশি হাতিয়ে নিয়ে প্রায় ৬ ঘণ্টা পর দক্ষিণ সুরমার শিববাড়ীতে ফেলে রেখে যায়।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা করেছেন বালু ও পাথর ব্যবসায়ী জৈন্তাপুরের হারিপুর এলাকার দলইপাড়া গ্রামের মামুন। তিনি ব্যবসার পাশাপাশি ট্রাক মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে জড়িত।
মামুন জানান, গাড়ি কেনার জন্য তিনি বুধবার ভোরে বাড়ি থেকে প্রাইভেটকারে ঢাকার উদ্দেশে রওনা হন। দক্ষিণ সুরমার চণ্ডিপুল এলাকার পেট্রোল পাম্পের সামনে কয়েক যুবক তিনটি মোটরসাইকেলে এসে তাঁর গাড়ি থামায়। ছাত্র পরিচয় দিয়ে তল্লাশি শুরু করে। গাড়িতে ব্যাগে ৫ লাখ টাকা দেখে সন্ত্রাসী অ্যাখ্যা দিয়ে তারা চালককে মারধর করে নামিয়ে দেয়। এর পর মামুনকে তুলে নিয়ে প্রথমে একটি বাড়ি, পরে অন্য বাড়িতে রেখে দুর্ঘটনায় লোক মারা গেছে জানিয়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে।
অপহরণকারীদের ছাত্র মনে হয়নি জানিয়ে তিনি বলেন, চাপে পড়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিকাশে আড়াই লাখ টাকা এনে দিই। ব্যাগের ৫ লাখ ও পকেটে থাকা ৩১ হাজার ৫০০ টাকা তারা আগেই নিয়ে নেয়। পরে দুপুর ২টার দিকে শিববাড়ী এলাকায় একটি নম্বরবিহীন মোটরসাইকেলে করে আমাকে ফেলে যায়। ওই সময় একটি প্রাইভোটকারে (ঢাকা মেট্রো ট-১৫-৬১০১) কয়েকজন ছিল।
মামুন জানান, তাৎক্ষণিক কাউকে তিনি চিনতে পারেননি। পরে বৃহস্পতিবার স্থানীয়দের সহায়তায় কয়েকজনের ছবি ও নাম-ঠিকানা সংগ্রহ করে পুলিশের কাছে দিয়েছেন।
দক্ষিণ সুরমা থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, ব্যবসায়ী মামুন অজ্ঞাতপরিচয় কয়েকজনের নামে মামলা করেছেন। বিষয়টির তদন্ত চলছে।