Friday, November 8, 2024
Homeবিনোদনরোকেয়া প্রাচীকে কেনো অব্যাহতি দেওয়া হলো!

রোকেয়া প্রাচীকে কেনো অব্যাহতি দেওয়া হলো!

বিনোদন প্রতিবেদক :

 

গুণী অভিনেত্রী ও প্রযোজক রোকেয়া প্রাচীকে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) সহ-সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জানা গেছে, তাকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে স্বীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে টেলিপ্যাব। এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন দোদুল। তিনি জানান, শৃঙ্খলাভঙ্গের কারণে প্রাচীকে সহ-সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি শীঘ্রি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে।

 

এখন পর্যন্ত নিজের অব্যাহতির বিষয়ে রোকেয়া প্রাচী কোনো মন্তব্য করেননি। জানা গেছে, তিনি সহ-সভাপতির পদ হারালেও অবশ্য সাধারণ সদস্য হিসেবে টেলিপ্যাবে থাকবেন প্রাচী।

 

জানা গেছে, গত ৮ জুন রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে ২০২৪-২৬ মেয়াদে আরশাদ আদনান ও সাজ্জাদ হোসাইন দোদুলকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করে টেলিপ্যাব। এই কমিটিতে সহ-সভাপতি পদে ছিলেন রোকেয়া প্রাচী।

 

গেলো ১৫ আগস্ট ধানমণ্ডি ৩২ নম্বরে শোক দিবসের শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেন রোকেয়া প্রাচী। দীর্ঘদিন ধরে বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে যুক্ত আছেন। রাজনীতির অঙ্গনে বেশ সক্রিয় তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসন (ফেনী-৩) থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করলেও দল থেকে মনোনয়ন পাননি তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments