Friday, November 8, 2024
Homeখেলাধুলাক্রিকেটসাকিবের ভবিষ্যৎ কোন পথে, জানালেন বিসিবি সভাপতি

সাকিবের ভবিষ্যৎ কোন পথে, জানালেন বিসিবি সভাপতি

 

স্পোর্টস ডেস্ক,

 

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের আনন্দের সাথে বাংলাদেশ ভক্তদের দু:শ্চিন্তা দ্বিতীয় ও শেষ ম্যাচে সাকিব আল হাসান খেলবেন তো? সদ্য সমাপ্ত রাওয়ালপিন্ডি টেস্ট চলাকালেই ঢাকায় হত্যা মামলা হয় সাকিবসহ ১৫৬ জনের নামে। তাকে দেশে ফিরিয়ে আনতে দেয়া হয় লিগ্যাল নোটিশও। এবার এই বিষয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

 

 

গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) বিসিবি সভাপতি জানান দ্বিতীয় টেস্টে সাকিবকে নিয়ে শঙ্কার মেঘ কেটে গেছে। আপাতত বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের খেলা নিয়ে কোন সমস্যা নেই। এই বিষয়ে ফারুক আহমেদ বলেন, ‘সাকিবের বিরুদ্ধে অভিযোগ এখনও এফআইআর পর্যায়ে আছে। এরপরও অনেকগুলো ধাপ আছে। যতক্ষণ না তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, ওকে আমরা খেলাবো। পাকিস্তান সফরের পর দল ভারতে যাবে। সেখানেও আমরা সাকিবকে চাই। ও আমাদের চুক্তিভুক্ত ক্রিকেটার। প্রয়োজনে তাকে আমরা আইনগত সহায়তাও দেবো।’

 

 

উল্লেখ্য, সদ্য সমাপ্ত রাওয়ালপিন্ডি টেস্ট খেলা চলাকালীন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এ নিয়ে চলছে নানা আলোচনা। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পোশাককর্মী রুবেল নিহতের ঘটনায় তার বাবা ঢাকার আদাবর থানায় হত্যা মামলা দায়ের করেন। যেখানে আসামির তালিকায় রয়েছেন সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান।

 

 

সাকিবের বিরুদ্ধে মামলার পর তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী। তবে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) দাবি করে তারা কোনো নোটিশ পাননি। তবে খারাপ সময়ে সাকিবের পাশে দাঁড়িয়েছে তার সতীর্থরা। কেউ কেউ তো মনে করেন, এই মামলা রাজনৈতিক কারণেই হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments