গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাটে ফেইসবুক পোস্ট কে কেন্দ্র করে এক সংবাদকর্মী কে হুমকি ও অশ্লিল ভাষায় গালিগালাজ করে গোয়াইনঘাট থানার আসব আলি (আসক আলি)’র ছেলে লিয়াকত আলী আজাদ। যার স্থায়ী ঠিকানা কুনকিরি কান্দি,হাদারপার, গোয়াইনঘাট, সিলেট, বর্তমান ঠিকানা মুগদাপাড়া,রেলগেইট সংলগ্ন ঢাকা।
উক্ত বিষয়ে প্রেক্ষিতে ২৭ আগস্ট সংবাদকর্মী রুবেল আহমেদ তার ও তার পরিবারের নিরাপত্তা চেয়ে গোয়াইনঘাট থানায় অফিসার ইনচার্জ বরাবর একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরি নং ৭০৫, তারিখ ২৭/৮/২৪ ইং। তিনি তার ডায়েরিতে উল্লেখ করে বলেন তিনি একজন সাংবাদিক, সমাজকর্মী ও আইনমান্যকারী লোক।
অনুমান ০৩ (তিন) বছর যাবৎ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকায় সংবাদ কর্মী হিসেবে কাজ করিয়া আসিতেছেন। বর্তমানে তিনি “জাতীয় দৈনিক আজকের গোয়েন্দা সংবাদ” পত্রিকার ব্যুরো চীফ, সিলেট রিজন-২, যাহার আইডি নং- ২৫৪৭ এবং “মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থা গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি।
গত ২৬ আগস্ট বিকাল অনুমান ০৪.০০ ঘটিকার সময় যৌথ বাহিনীর বিশেষ অভিযানের প্রেক্ষিতে অবৈধ পন্থায় ভারতীয় গরু পিকআপ ভ্যান গাড়ি যোগে হাদারপার হইতে সিলেট যাওয়ার পথে গোয়াইনঘাট সরকারি ডিগ্রি কলেজের সম্মুখ হইতে পিকআপ ভ্যানসহ ভারতীয় গরু আটক করিয়া গোয়াইনঘাট থানায় নিয়া আসা হয়।
তৎপ্রেক্ষিতে বিষয়টি সংবাদকর্মী রুবেল আহমেদ অবহিত হইয়া গোয়াইনঘাট থানায় গিয়ে বিস্তারিত ঘটনা জানিয়া তিনির ব্যবহৃত মোবাইল ফোন নাম্বার ০১৩০৮-২৪৮৭৮১ এর ফেইসবুক আইডি হতে অবৈধ ভারতীয় গরুসহ আটকৃত পিকআপ ভ্যান সংক্রান্তে বিস্তারিত তথ্য সংগ্রহক্রমে তিনি তার ফেইসবুক আইডি থেকে লিখিত বক্তব্য পোস্ট করেন।
এরই ধারাবাহিকতায় উক্ত তারিখে রাত্র অনুমান ১২.০০ ঘটিকার সময় লিয়াকত আলী আজাদ (৪৫), পিতা- আসব আলী (আসক আলী), সাং- কুনকিরি কান্দি, ডাকঘর- হাদারপার, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট, বর্তমান ঠিকানা- মুগদাপাড়া, রেলগেইট সংলগ্ন, ঢাকা এর ব্যবহৃত মোবাইল ফোন নাম্বার ০১৭১০-৮১১৭২৬ হইতে তার ব্যবহৃত উক্ত নাম্বারে যোগাযোগ করিয়া অশ্লীল ভাষায় গালিগালাজ করাসহ প্রাণে হত্যা করিয়া লাশ গুম করিবে বলিয়া হুমকি প্রদান করে।
বিষয়টি তিনি তার আত্মীয় স্বজন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও গোয়াইনঘাট উপজেলার প্রেস ক্লাব, রিপোটার্স ক্লাবের সদস্যদেরকে অবহিত করেন। তিনি জানান লিয়াকত আলী আজাদ যেকোন সময় তাকেসহ তার পরিবারের সদস্যদেরকে প্রাণে হত্যা করিয়া লাশ গুম করার সম্ভাবনা বিদ্যমান।
বর্তমানে তিনি সহ তিনির পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভূগিতেছেন।