Saturday, November 23, 2024
Homeঅন্যান্যকৃষিবন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিবেন বাকৃবি প্রশাসন

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিবেন বাকৃবি প্রশাসন

নিজস্ব প্রতিবেদক,

 

দেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে দেশের বন্যাকবলিত মানুষদের সহায়তায় একদিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো: হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক অফিস-আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

অফিস আদেশে বলা হয়, দেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় বন্যাপীড়িত এলাকার মানুষদেরকে সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীগণের ০১(এক) দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ কর্তনপূর্বক ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’ – এ জমা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আগে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি তোলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

 

এছাড়া শিক্ষক-শিক্ষার্থীরা ব্যক্তি উদ্যোগে ও বিভিন্ন সংগঠনের ব্যানারে অর্থ ও প্রয়োজনীয় দ্রব্য সংগ্রহসহ বিভিন্নভাবে বন্যার্তদের সহায়তায় গত শনিবার থেকে শুরু করে কয়েকদিন ত্রাণের জন্য তহবিল সংগ্রহ করেছেন। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সফলভাবে ত্রাণ কার্যক্রম সম্পন্ন করে এসেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments