Friday, November 8, 2024
Homeখেলাধুলাক্রিকেটআচরণবিধি ভেঙে আইসিসি থেকে শাস্তি পেলেন সাকিব

আচরণবিধি ভেঙে আইসিসি থেকে শাস্তি পেলেন সাকিব

 

ক্রীড়া প্রতিবেদক,

 

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ দল। তবে শাস্তির মুখে পড়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

 

আইসিসির আচরণবিধির নিয়ম ভেঙে শাস্তি পেয়েছেন সাকিব। এতে তার ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা হয়েছে। পাশাপাশি তার নামের সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

 

 

গত ২১ আগস্ট শুরু হওয়া ম্যাচে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৩৩তম ওভারে বোলিংয়ে ছিলেন সাকিব। ব্যাটিংয়ে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। সাকিবের রান আপের শেষ মুহূর্তে ব্যাটিং থেকে সরে যান রিজওয়ান।

 

 

সাকিব শুরুতে থেমে গেলেও, বল হাত থেকে ছুঁড়ে মারেন ব্যাটিং প্রান্তে। রিজওয়ান সরে যাওয়ায় বল তার গায়ে লাগেনি, উইকেটের পেছনে লিটন দাস বল ধরেন। ওই ঘটনায় সাকিব আইসিসির আচরণবিধি ভঙ করেছেন।

 

 

নিজের অপরাধ সাকিব শিকার করে নেয়ায় তার বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। এদিকে ম্যাচটিতে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে শাস্তি দিয়েছে আইসিসি। নির্দিষ্ট সময়ে ৩ ওভার পিছিয়ে ছিল বাংলাদেশ।

 

 

এ কারণে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ৩ পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে দলের প্রত্যেক সদস্যকে তাদের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে। সব মিলিয়ে সাকিবের জরিমানা গুনতে হচ্ছে ২৫ শতাংশ।

 

 

একই অপরাধে শাস্তি পেয়েছে পাকিস্তান দলও। নির্দিষ্ট সময়ে ৬ ওভার পিছিয়ে ছিল স্বাগতিকরা। তাতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ৬ পয়েন্ট হারিয়েছে পাকিস্তান। সেই সঙ্গে দলের প্রত্যেক সদস্যকে তাদের ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments