Friday, November 8, 2024
Homeখেলাধুলাক্রিকেটসাকিবের ‘হত্যা মামলা’ ইস্যুতে মুখ খুললেন মুশফিক

সাকিবের ‘হত্যা মামলা’ ইস্যুতে মুখ খুললেন মুশফিক

 

ক্রীড়া প্রতিবেদক,

 

রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টে দারুণ পারফরম্যান্স করেছেন সাকিব আল হাসান। স্বাগতিকদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের ম্যাচে দুই ইনিংস মিলিয়ে সাকিবের অবদান ৪ উইকেট ও ১৫ রান।

 

এদিকে গত জুলাইয়ে সংঘঠিত ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হওয়া গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলার আসামি করা হয়েছে সাকিবকে। এমনকি তাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) লিগ্যাল নোটিশও পাঠানো হয়েছে।

 

 

অবশ্য রাজনৈতিক পট পরিবর্তনের আগে থেকেই দেশের বাইরে ছিলেন সাকিব। তাই অনেকে তার বিরুদ্ধে হত্যা মামলার পেছনে রাজনৈতিক প্রতিহিংসাকে দায়ী করছেন। এদিকে সাকিবের এমন দুঃসময়ে তার পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের সতীর্থরা।

 

 

সাকিবের বিরুদ্ধে হওয়া মামলাটিকে ‘মিথ্যা মামলা’ বলে অভিহিত করেছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। সোমবার (২৬ আগস্ট) সাকিবকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তিনি।

 

সেখানে মুশফিক লিখেছেন, ‘একজন টিমমেট এবং ভাই হিসেবে, আমি সাকিবের কঠিন সময়গুলোর সঙ্গী এবং আমি তার বিরুদ্ধে তোলা মিথ্যা অভিযোগের সমর্থন করি না, কারণ আমি জানি সে কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না। আমরা সবসময় তোমার পাশে আছি, বন্ধু।’

 

রাওয়ালপিন্ডিতে খেলার সময় বাঁহাতি স্পিনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়েছেন সাকিব। এ প্রসঙ্গে মুশফিক লেখেন, ‘সাকিবকে বাঁ’হাতি স্পিনার হিসেবে সর্বাধিক উইকেট নেয়ার রেকর্ড গড়ার জন্য অভিনন্দন। আমি অনেকবার বলেছি এবং আবার বলছি যে, সাকিবের মতো একজন চ্যাম্পিয়নের সঙ্গে খেলতে পেরে আমি গর্বিত।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments