নিজস্ব প্রতিবেদক,
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সকল এয়ারলাইন্স ওঠা-নামার সুযোগ করে দিতে ও বাংলাদেশে আগামী নির্বাচনের আগে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করাসহ বিভিন্ন দাবি নিয়ে পূর্ব লন্ডনে প্রবাসী কল্যাণে পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও স্বার্থ রক্ষার জন্য প্রতিষ্ঠিত অরাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ যুক্তরাজ্য’ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে আগামী সাধারণ নির্বাচনের আগে সকল প্রবাসী বাংলাদেশির ভোটাধিকার নিশ্চিত করা ও প্রবাসীদের বিভিন্ন হয়রানি, দুর্নীতি বন্ধের দাবি জানানো হয়েছে।
এ সংবাদ সম্মেলনে আরও বলা হয়, পাসপোর্ট ক্লিয়ারেন্সের নামে পুলিশি হয়রানি বন্ধ, দেশে প্রবাসীদের সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রবাসীদের মরদেহ সরকারি খরচে বাংলাদেশে প্রেরণ, বিমানবন্দরে হয়রানি বন্ধকরণসহ সিলেট বিমানবন্দরে সকল এয়ারলাইন্স ওঠা-নামার সুযোগ করে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আহবাব হোসেন ।
এতে বক্তব্য রাখেন— সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ আব্দুল বারি, সাবেক সভাপতি আশিকুর রহমান, উপদেষ্টা সামি সানাউল্লাহ, উপদেষ্টা মুহিবুর রহমান, উপদেষ্টা শাহ এম মুনিম, প্রেস সেক্রেটারি মোস্তাক বাবুল, কাউন্সিলর ফয়জুর রহমান, পারভেজ কুরেশি, মানিকুর রহমান গনি, আয়শা চৌধুরী, জাইন মিয়া, সোমনা সুমি, মাওলানা আনিসুর রহমান ও আলম শেইখ।
সংবাদ সম্মেলনের শুরুতে বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের আশু সুস্থতা কামনা করা হয়। বিপ্লবী ছাত্রসমাজ ও অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে প্রবাসী কল্যাণ পরিষদের নেতারা বলেন, ছাত্র-ছাত্রীদের সাহস ও দৃঢ়তা দেশে একটি নতুন আশা প্রজ্বলিত করেছে।
এনআরবি প্রতিনিধি হিসেবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে একজন উপদেষ্টা নিয়োগ দেওয়ার দাবিও জানান তিনি।
বাংলাদেশের সব বিমানবন্দরে এনআরবি এবং আন্তর্জাতিক ভ্রমণকারীদের সাথে ইমিগ্রেশন ও এয়ারপোর্ট কর্মকর্তারা যাতে পেশাদারিত্বের সাথে মর্যাদাপূর্ণ আচরণ করেন তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।