Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারশ্রীমঙ্গলে সড়কে ফিরল ট্রাফিক পুলিশ, শিক্ষার্থীরা পেল ফুলেল শুভেচ্ছা

শ্রীমঙ্গলে সড়কে ফিরল ট্রাফিক পুলিশ, শিক্ষার্থীরা পেল ফুলেল শুভেচ্ছা

 

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

শ্রীমঙ্গলে আট দিন পর সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ। শিক্ষার্থীরা পেল ফুলেল শুভেচ্ছা। পুলিশ শূন্য রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে বাঁশি-লাঠি হাতে নিয়ে আট দিন সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৪ আগস্ট) দুপুরে শ্রীমঙ্গল থানার ওসি বিনয় ভূষন রায় ও ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) এস এম জালাল উদ্দীন, সার্জেন্ট নিকুঞ্জ দেবনাথ ও ঝন্টু বৈদ্য শহরের চৌমুহনায় ট্রাফিক নিয়ন্ত্রণ কাজ করা শিক্ষার্থী, বিএনসিসি, রোভার স্কাউটদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার পক্ষ থেকে থানা পুলিশ, ট্রাফিক পুলিশ ও ট্রাফিক নিয়ন্ত্রণ কাজ করা শিক্ষার্থী, বিএনসিসি, রোভার স্কাউটদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

ট্রাফিক ইন্সপেক্টর টিআই এস এম জালাল উদ্দীন জানান, পুলিশ শূন্য রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে বাঁশি-লাঠি হাতে নিয়ে আট দিন সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করায় নিরাপদ সড়ক চাই, সাধারণ শিক্ষার্থী, বিএনসিসি ও রোভার স্কাউটসহ অন্যান্য সংঘটনকে ধন্যবাদ জানান।

 

আজ দুপুরের পর থেকে শ্রীমঙ্গলের বিভিন্ন সড়কে

ট্রাফিক পুলিশ সদস্যরা যানবাহন নিয়ন্ত্রণের কাজ করছেন। তবে এখনো সড়কে শৃঙ্খলা ধরে রাখতে পুলিশকে সহযোগিতা করতে দেখা যায় বিএনসিসি ও রোভার স্কাউটদের

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী পুলিশের সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনার পর কিছু দাবিতে গত ৬ আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments