Friday, November 8, 2024
Homeঅপরাধসিলেটে আবাসিক হোটেলে শিক্ষার্থীদের তল্লাশি, ১০ নারী-পুরুষ আটক

সিলেটে আবাসিক হোটেলে শিক্ষার্থীদের তল্লাশি, ১০ নারী-পুরুষ আটক

বিশেষ প্রতিনিধি,

 

 

সিলেটের বিভিন্ন আবাসিক হোটেলে শিক্ষার্থীরা তল্লাশি চালিয়ে অসামাজিক কার্যকলাপরত অবস্থায় ৩ নারী ও ১ পুরুষকে আটক করেছেন।

 

সোমবার (১২ আগস্ট) বিকেলে সিলেট নগরীর দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট এলাকার সিতারা আবাসিক হোটেলে তল্লাশি চালিয়ে তাদের আটক করেন শিক্ষার্থীরা।

 

জানা যায়, ওই আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে এমন খবর পেয়ে ক্বীন ব্রিজের দক্ষিণ মুখে ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গিয়ে তল্লাশি চালান। এক পর্যায়ে সিতারা হোটেলের ম্যানেজার পালিয়ে যান।

 

 

এর আগে গত রোববার (১১ আগস্ট) দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকার একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১ নারী ও ৫ পুরুষকে আটক করেন শিক্ষার্থীরা।

 

 

জানা যায়, রোববার রাত ৯টার দিকে হুমায়ুন রশিদ চত্বর এলাকার রমনা সুপার মার্কেটে অবস্থিত হোটেল মার্টিন আবাসিকে তল্লাশি চালান তারা। তল্লাশিতে নেতৃত্ব দেন সিলেটের বর্ডার গার্ড স্কুল ও কলেজ, সিলেট সরকারি পাইলট স্কুল ও এমসি কলেজের বেশ কয়েকজন ছাত্র। এ সময় হোটেলে থাকা আরও কয়েকজন নারী-পুরুষ পালিয়ে যান।

 

 

এর আগে গত শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় সিলেট মহানগরের সুরমা মার্কেটে অবস্থিত সুরমা আবাসিক হোটেলে তল্লাশি চালান শিক্ষার্থীরা। তবে সে সময় কাউকে আটক করতে পারেননি তারা। শিক্ষার্থীদের উপস্থিতি টের পেয়ে ৪ নারী ও ৩ পুরুষ তৎক্ষণাৎ পালিয়ে যান বলে জানা গেছে। এ তল্লাশিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র অংশগ্রহণ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments