Friday, November 8, 2024
Homeশিক্ষাদায়িত্ব পালনে কোনো অবহেলা চলবে না: শাবি উপাচার্য

দায়িত্ব পালনে কোনো অবহেলা চলবে না: শাবি উপাচার্য

বিভিন্ন দপ্তরের ১০০ এর অধিক কর্মচারীর অংশগ্রহণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেবাপ্রদান প্রতিশ্রুতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ শুরু হয়।

 

প্রশিক্ষণে প্রধান অতিথি বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, সেবা প্রদান সরকারী কর্মচারী হিসেবে আপনাদের নৈতিক দায়িত্ব। দায়িত্ব পালনে কোনো অবহেলা করা চলবে না। সবাই সবার যথাযথ দায়িত্ব পালনে সতর্ক এবং দায়বদ্ধ থাকবে। অফিস চলাকালীন সময়ে কেউ অফিস ফাঁকি দিতে পারবে না। কেউ অফিসে বিলম্ব সময় করে আসলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ বিশ্ববিদ্যালয় এগিয়ে যেতে সবার সহযোগিতা দরকার।

 

বিশেষ অতিথির বক্তব্যে উপ উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন বলেন, সততা ও জবাবদিহিতার মাধ্যমে সেবা প্রদানে আমাদের সকলের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। কর্তব্য পালন এবাদতের সমতুল্য। তাই সকলকে সচেতন ভাবে সেবা প্রদান করতে হবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন।

 

বিশ্ববিদ্যালয়ের ফোকাল পয়েন্ট ডেপুটি রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান। এ প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এপিএর ফোকাল পয়েন্ট ডেপুটি রেজিস্ট্রার শামীম আল মামুন রাজিব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments