Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগসিলেটের সড়কে ট্রাফিক পুলিশ, শুভেচ্ছা জানালেন শিক্ষার্থীরা

সিলেটের সড়কে ট্রাফিক পুলিশ, শুভেচ্ছা জানালেন শিক্ষার্থীরা

বিশেষ প্রতিনিধি,

 

 

সিলেট মহানগরীর সড়কে প্রায় ছয় দিন পর দেখা মিলেছে ট্রাফিক পুলিশের। এ সময় বিভিন্ন পয়েন্টে অবস্থানরত ট্রাফিক পুলিশের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা।

 

 

সোমবার (১২ আগস্ট) সকাল থেকে সিলেটের বিভিন্ন সড়কে দায়িত্ব পালন শুরু করেন সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরা। এতে করে প্রায় এক সপ্তাহ পর স্বাভাবিক হয়েছে মহানগরীর ট্রাফিক ব্যবস্থা।

 

 

সরেজমিনে দেখা গেছে, সোমবার সকাল থেকে নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহাট্টা, আম্বরখানা, নাইওরপুল ও সোবহানীঘাট পয়েন্টে ট্রাফিক পুলিশের সদস্যরা যানবাহন নিয়ন্ত্রণের কাজ করছেন। বৃষ্টির মধ্যে তারা সড়কে দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছেন।

 

 

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জাকির হোসেন খান ট্রাফিক পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছেন। সোমবার সকালে তিনি নাইওরপুল, সোবহানীঘাট ও জিন্দাবাজারসহ বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ এবং স্কাউট ও বিএনসিসি সদস্যদের ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন পয়েন্টে অবস্থানরত ট্রাফিক পুলিশদের ফুল দিয়ে বরণ করেন শিক্ষার্থীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments