স্পোর্টস ডেস্ক,
সব কৌতূহল দূর করে পাকিস্তান সফরের বাংলাদেশ দলে ডাক পেয়েছেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। আজ এ প্রসঙ্গে কথা বলেছেন নির্বাচক কমিটির প্রধান গাজী আশরাফ হোসেন লিপু। বলেছেন, পরের সিরিজগুলোতে দলের অনুশীলনগুলোতেও থাকবেন সাকিব।
গণ-অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের ঘটনায় বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। অনেক আওয়ামী লীগ নেতা দেশ ছেড়েছেন বা দেশে থাকলেও প্রকাশ্যে আসছেন না।
সাকিব আবার সর্বশেষ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের হয়ে মাগুরা-১ আসন থেকে নির্বাচিত সাংসদ ছিলেন। দলের সঙ্গে কিংবা অনুশীলনে সাকিবের নিরাপত্তা তাই বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়।
প্রধান নির্বাচক অবশ্য পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন, ‘অনুশীলন সেশনে প্রত্যেকটা খেলোয়াড়, কোচের নিরাপত্তা নিশ্চিত করা হয়। এটা অবশ্যই পরিস্থিতির আলোকে দেশকে নিশ্চিত করতেই হবে। কারণ, সাকিব আল হাসান নিশ্চিতভাবেই দেশের শীর্ষ খেলোয়াড়। এখানে নির্বাচনের (দলে রাখা) ক্ষেত্রে অনেকে আমাকে প্রশ্ন করেছেন। কারণ, সে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। আমরা সেটা নিয়ে ভেবেছি। কিন্তু তার নির্বাচনটা হয়েছে মেধার ভিত্তিতে। প্রত্যেকটা খেলোয়াড়ের ক্ষেত্রেই এটা হয়। আগামীতেও মেধাটাকেই গুরুত্ব দেব।’
সাকিব কেন দলে- ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচকসাকিব কেন দলে- ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক
পাকিস্তান সিরিজ থেকে শুরু করে চলতি বছরের বাকি সময়টাতে ৮টি টেস্ট খেলবে বাংলাদেশ। সাকিব কেবল পাকিস্তান সফরে যাচ্ছেন, এমন নয়। সবগুলো ম্যাচই খেলবেন বলে জানিয়েছেন গাজী আশরাফ, ‘জিম্বাবুয়ে সিরিজের সময় তার কাছে আমরা সংক্ষিপ্ত পরিকল্পনা জানতে চেয়েছিলাম। আমাদের অনেকগুলো টেস্ট ম্যাচ আছে, ডিসেম্বর পর্যন্ত আটটা টেস্ট খেলব। সেখানে সে আমাদের আশ্বস্ত করেছে, সবগুলো টেস্ট খেলবে। প্রত্যেকটা সিরিজের আগে সব অনুশীলন সেশনে থাকবে।’