বিশেষ প্রতিনিধি,
নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে বাসাইল ফ্লাইওভার পাড় হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ ফিট নিচে পড়েছে ঢাকা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস। এতে নুরুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন।
শনিবার (১০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম সিলেট গোবিন্দগঞ্জ বিশ্বনাথ এলাকার আবুল মন্নাফের ছেলে। আহতদের বেশ কয়েকজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. রায়হান।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, রাত সাড়ে ১২টার এ দুর্ঘটনা ঘটে। আমরা পৌঁছানোর আগেই আহত অনেককেই উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।
তিনি বলেন, প্রায় ৪৫ জন যাত্রী নিয়ে সিলেট যাচ্ছিল বাসটি। পথে বাসাইল রেল গেটের আগে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে অজ্ঞাত এক যুবক মারা যান। এ সময় আহত হয়েছেন আরো ২০ জন। এরমধ্যে ১০ জনকে গুরুতর অবস্থায় ঢামেকে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।