Friday, November 8, 2024
Homeবিনোদনলাইফস্টাইলআজ অলসতা উদ্‌যাপনের দিন

আজ অলসতা উদ্‌যাপনের দিন

 

ফিচার ডেস্ক,

 

 

সাধারণত অলস মানুষদের আমরা পছন্দ করি না। উঠতেবসতে নানা রকম সমালোচনার মুখে পড়তে হয় তাদের। কিন্তু, জানেন কী অলসতা উদ্‌যাপনের জন্য একটি দিবস আছে? হ্যাঁ, দিনটি আজ!

 

আজ ১০ আগস্ট, আলসেমি উদ্‌যাপনের দিন। যুক্তরাষ্ট্রে প্রতিবছর এই দিনে পালিত হয় National Lazy Day বা ‘জাতীয় অলস দিবস’।

 

 

প্রতিদিন অলসতার জন্য যাদের দুয়োধ্বনি শুনতে হয়, তারা আজ নিজের আলসেমিকে উদ্‌যাপন করতে পারেন। কেননা, আজ আলসেমি উদ্‌যাপনের দিন। সারাদিন ঘুমিয়ে, শুয়ে-বসে কাটিয়ে দিতে পারেন কিংবা চেয়ারে বসে-সোফা থেকে না উঠেই দিবসটি উদ্‌যাপন করতে পারেন।

 

 

অলসতা একটি বাজে অভ্যাস, এটা কারোরই অজানা না। তবে অলসতার কিছু ভালো দিকও থাকতে পারে। যেমন, অলসরা দীর্ঘ সময় ধরে বিশ্রাম নিতে পারেন কিংবা পর্যাপ্ত ঘুমাতেও পারেন। আর পর্যাপ্ত ঘুমের ফলে মানসিক চাপ কমে। মানসিক চাপ কমলে কাজেও মনোযোগী হওয়া যায়। এতে করে স্মৃতিশক্তি প্রসারিত হয়।

 

 

ধারণা করা হয়, কাজের চাপ থেকে কিছুটা বিরতি নিতে দিবসটির প্রচলন হয়। তবে কারা, কবে দিবসটির প্রচলন করেছিল সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় না। আবার এমনও হতে পারে যারা দিবসটির প্রচলন করেছিলেন তারা এতটাই অলস ছিলেন যে দিবস চালুর রেকর্ড রাখতেও আলসেমি করেছিলেন।

 

 

অতএব সব কাজ থেকে নিজেকে ছুটি দিন এবং যতক্ষণ ইচ্ছা আলসেমি করে কাটান। তাছাড়া আলসেমির কারণেই এই প্রতিবেদন আর লিখতেও ইচ্ছা করছে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments