Friday, November 8, 2024
Homeজাতীয়সংসদ ভবন থেকে লুট হওয়া ৪০ অস্ত্র ফিরিয়ে দিলো শিক্ষার্থীরা

সংসদ ভবন থেকে লুট হওয়া ৪০ অস্ত্র ফিরিয়ে দিলো শিক্ষার্থীরা

 

নিজস্ব প্রতিবেদক,

 

জাতীয় সংসদ ভবনের নিরাপত্তাকর্মীদের কাছ থেকে লুট হওয়া ৪০ অস্ত্র শিক্ষার্থীরা ফিরিয়ে দিয়েছেন। সচিবালয়ের নিরাপত্তার কাজে সংশ্লিষ্ট বিষয়টি নিশ্চিত করেছেন। তবে জাতীয় সংসদের ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস তানভীর হাসানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

 

তবে কয়েকটি সংবাদমাধ্যম তাকে উদ্ধৃত করে লিখেছে, জাতীয় সংসদ ভবনের নিরাপত্তাকর্মীদের ৪০টি অস্ত্র কেড়ে নিয়েছিল জনতা। পরে শিক্ষার্থীরা সেগুলো জমা দিয়েছে। অস্ত্র ফেরত দেয়া শিক্ষার্থীরা ‘দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে’ বলেও মন্তব্য করেছেন তানভীর হাসান।

 

 

সাড়ে ১৫ বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে সোমবার দেশ ছাড়েন। সেই খবরে জনতা গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সংসদ ভবনে ঢুকে পড়ে উল্লাস করে। পতাকা হাতে সংসদ ভবনের ছাদে উঠে পড়েন অনেকে, অধিবেশন কক্ষে এমপিদের আসনে বসে উল্লাস করেন, সেখানে তাদের সিগারেট টানতে ও সেলফি তুলতে দেখা যায়। কেউ গোসল করতে সংসদের লেকে নেমে পড়েন।

 

সংসদ ভবনের বিভিন্ন কক্ষে প্রবেশ করেন তারা। চেয়ার বসে ছবি তোলেন। কেউ নাচানাচি আর হৈ হুল্লোর করছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন থেকে দামি জিনিসপত্র, টেলিভিশন, ফুলের টব, চেয়ার, লেপ, হাঁস, বালতি, মাছ, মাংস নিয়েও অনেককে বের হতে দেখা যায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments