জ্যেষ্ঠ প্রতিবেদক
রাজধানীর বংশাল, কোতোয়ালি, মতিঝিল ও খিলগাঁও থানায় বিক্ষুব্ধ জনতা হামলা ও ভাঙচুর চালিয়েছে। এতে এখন পর্যন্ত কারও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আক্রমণের শিকার কোনো থানাকে রক্ষায় বাইরে থেকে পুলিশ পাঠানো হয়নি।
সোমবার (৫ আগস্ট) রাত ১০টার দিকে একযোগে এমন ঘটনা ঘটে।
ডিএমপির মতিঝিল বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, শত শত মানুষ খিলগাঁও ও মতিঝিল থানায় ঢুকে ভাঙচুর করেছে ও আগুন দিয়েছে। আমাদের অফিসাররা থানাকে হামলা থেকে রক্ষা করতে পারেননি।
তিনি আরও বলেন, থানার কিছু আসবাবপত্র ও মালামাল লুট করেছে। তবে প্রত্যেক সদস্য একটি করে অস্ত্র নিয়ে বের হয়েছে। ফলে সেগুলো হাতছাড়া হয়নি।
এদিকে রাত ১০টার দিকে একযোগে ডিএমপির বংশাল ও কোতোয়ালি থানায় ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। থানার ভেতর থেকে পুলিশ গুলি ও সাউন্ড গ্রেনেড মেরে প্রতিহত করার চেষ্টা করে। তবে সর্বশেষ রাত পৌনে ২টায়ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। এখনও এই দুই থানার ভেতর থেকে গুলি ছোড়া হচ্ছে।
পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।