Friday, November 22, 2024
Homeজাতীয়ছাত্রদের শান্ত হওয়ার আহ্বান, আরও যা বললেন সেনাপ্রধান 

ছাত্রদের শান্ত হওয়ার আহ্বান, আরও যা বললেন সেনাপ্রধান 

 

নিজস্ব প্রতিবেদক,

 

রাস্তায় অবস্থান করা ছাত্রদের শান্ত হওয়ার পরামর্শ দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখেন। আপনারা আমার ওপর আস্থা রাখেন, একসাথে কাজ করি, সহযোগিতা করুন। মারামারি সংঘাত করে আর কিছু পাব না। সংঘাত থেকে বিরত হোন।

 

আজ সোমবার বিকেলে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

 

সেনাপ্রধান বলেন, এখন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তবর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি।

 

কোন কোন রাজনৈতিক দল সঙ্গে বৈঠক করেছেন—এমন প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক হয়েছে। শিক্ষক আসিফ নজরুল ও জোনায়েদ সাকিও বৈঠকে ছিলেন।

 

তিনি বলেন, ছাত্রদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। ছাত্ররা শিক্ষক আসিফ নজরুলকে শ্রদ্ধা করেন। তাঁকে অনুরোধ করা হয়েছে যোগাযোগ করতে। ইতিমধ্যে আসিফ নজরুল একটি ভিডিও বার্তা দিয়েছেন।

 

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আমরা এখন বঙ্গভবনে যাব। সেখানে অন্তবর্তী সরকার গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments