Saturday, November 23, 2024
Homeরাজনীতিআওয়ামীলীগসিলেটে ভুল বানানের ব্যানারে মহানগর আ.লীগের গ্রেনেড হামলা দিবসে কর্মসূচি

সিলেটে ভুল বানানের ব্যানারে মহানগর আ.লীগের গ্রেনেড হামলা দিবসে কর্মসূচি

 

২১শে আগস্ট গ্রেনেড হামলা দিবসে সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। যে ব্যানারে প্রতিবাদ মিছিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়। ব্যানারের মধ্যে দুটি স্থানে ভুল শব্দ লেখা হয়েছে যা নিয়ে দলীয় নেতাকর্মীসহ সচেতন মহলে ক্ষোভ দেখা দিয়েছে।

তবে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন এর জন্য দুঃখ প্রকাশ করে অসাবধানতাবশত এটি হয়েছে বলে জানিয়েছেন।

জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ খিষ্টাব্দের ২১ আগস্ট তৎকালীন ক্ষমতাসীন বিএনপি-জামায়াত সরকারের প্রত্যক্ষ মদদে পরিচালিত গ্রেনেড হামলার প্রতিবাদে সোমবার (২১ আগস্ট) সিলেট মহানগর আওয়ামী লীগ প্রতিবাদ সমাবেশ ও মিছিল বের করে।

প্রতিবাদ কর্মসূচির ব্যানার ছিল ভুলে ভরা। যেখানে ‘দেশরত্ন’ কে লেখা হয়েছে ‘দেরশরত্ন’। আর ‘জননেত্রীকে’ লেখা হয়েছে ‘জননেত্ররী’।

সোমবার দুপুর ১২টায় চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে প্রতিবাদ মিছিল বের করে তারা। পরে মহানগরের কোর্ট পয়েন্টে গিয়ে আবারও সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

কর্মসূচিতে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেনসহ ৪২টি ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এব্যাপারে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো.জাকির হোসেন বলেন, সকালবেলা বৃষ্টি ছিলো তাড়াহুড়ো করে ব্যানার বানানো হয়েছে। বিষয়টি আমাদের চোখে পড়েনি। অসাবধানতাবশত এটি হয়েছে। তার জন্য আমরা দুঃখিত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments