Wednesday, November 27, 2024
Homeঅন্যান্যUncategorized২১ আগষ্টের গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে মাধবপুরে শোকসভা ও প্রতিবাদ সমাবেশ...

২১ আগষ্টের গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে মাধবপুরে শোকসভা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

 

জালাল উদ্দিন লস্কর,হবিগঞ্জ জেলা প্রতিনিধি::

হবিগঞ্জের মাধবপুরে তৎকালীন বিএনপি জামাত জোট সরকারের আমলে ২১ শে আগষ্ট আওয়ামীলীগের সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতির বিরোধী শান্তি সমাবেশে গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে শোকসভা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ আগষ্ট) বিকাল সাড়ে চারটায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আন্দিউড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে ২০০৪ সালে সংঘটিত গ্রেনেড বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।

উপজেলা পরিষদ গেইট থেকে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক ও ঢাকা সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে ঢাকা সিলেট মহাসড়কের পাশে শাহ এম এস কিবরিয়া চত্বরে এসে শেষ হয়।পরে প্রতিবাদ সমাবেশ করে।

পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন টিপুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি দেওয়ান জয়নাল আবেদিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, মুজাহিদ বিন ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি শাহ মোঃ সেলিম, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান,উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, সেক্রেটারি আবুল কাশেম, পৌর যুবলীগের আহ্বায়ক একরামুল আলম, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা উজ্জল পাঠান, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক জামাল উদ্দিন, শ্রমিক লীগের সভাপতি সৈয়দ হাবিবুর রহমান, সেক্রেটারি জাবেদ ফকির, সাবেক শ্রমিক লীগ সভাপতি আপন মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতাউস সামাদ বাবু, পৌর ছাত্রলীগের সভাপতি তুহিন রহমান প্রমুখ।

প্রতিবাদ সমাবেশ বক্তারা বলেন, ১৫ আগষ্ট আর ২১ আগষ্ট একই সূত্রে গাঁথা। ৭৫ এর আওয়ামীলীগ আর শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ এক নয়।

২০০৪ সালের ২১ শে আগষ্ট আওয়ামীলীগের নেতা কর্মীরা নিজের জীবন বাজি রেখে গ্রেনেড হামলা থেকে শেখ হাসিনা কে যেভাবে রক্ষা করেছে আগামী দিনেও বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাস ও বেআইনী কর্মকান্ড শক্ত হাতে প্রতিহত করে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জীবন বাজি রেখে শেখ হাসিনার নেতৃত্বকে সমুন্নত রাখবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments