বিশেষ প্রতিনিধি,
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন এখন সরকারবিরোধী আন্দোলন মনে হচ্ছে বলে মন্তব্য করেছেন চুনারুঘাট-মাধবপুরের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
মঙ্গলবার (১৬ জুলাই) হাইকোর্টের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সায়েদুল হক সুমন বলেন, যারা প্রথমে আন্দোলন শুরু করেছিলেন, তখন আমরা অনেকেই যৌক্তিক মনে করেছি। কিন্তু যখন এই আন্দোলনে ‘রাজাকার’ স্লোগান চলে আসলো, যখন দেখা গেল সরকারবিরোধী, দেশবিরোধী কিছু মানুষও এই আন্দোলনে সঙ্গে জড়িয়ে গেছে, তখন তো সরকার বসে থাকতে পারে না। তখন আমার মনে হয়েছে এটা সরকারবিরোধী আন্দোলন। সরকারও তাই মনে করছে।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নিজেও কোটা সংস্কারের কথা বলেছেন, যারা আন্দোলন করছেন তারাও একটা যৌক্তিক সংস্কার চাচ্ছেন, দুইজনেরই চাওয়া এক তবুও কেন আন্দোলন হচ্ছে।
ব্যারিস্টার সুমন বলেন, কোটা সংস্কারের বিষয়টি এখন আদালয়ের এখতিয়ার। আদালত চার সপ্তাহ সময় নিয়েছেন। তাই শিক্ষার্থীদের বলব তারা যেনো একটা মাস অপেক্ষা করেন।