Friday, November 8, 2024
Homeখেলাধুলাকলম্বিয়ার কাছে যেবার ৫ গোল খেয়েছিল আর্জেন্টিনা,মাদকের জন্য নিষিদ্ধ ছিলেন ম্যারাডোনা

কলম্বিয়ার কাছে যেবার ৫ গোল খেয়েছিল আর্জেন্টিনা,মাদকের জন্য নিষিদ্ধ ছিলেন ম্যারাডোনা

 

চলতি কোপা আমেরিকার শিরোপা লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর কলম্বিয়া। টানা ২৮ ম্যাচ অপরাজিত দলটি বৃহস্পতিবার সেমিফাইনালে উরুগুয়েকে হারিয়ে কলম্বিয়া ২৩ বছর পর কোপার ফাইনালে উঠল। এরই সঙ্গে ফিরে এলো ৩০ বছর আগের এক স্মৃতি। সেবার কলম্বিয়ার কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করা নিয়েই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল আর্জেন্টিনা।

১৯৯৩ সালের ৫ সেপ্টেম্বরের ঘটনা। ১৯৯৪ বিশ্বকাপ বাছাইপর্বে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা আর কলম্বিয়া। ঘরের মাঠ মনুমেন্টাল স্টেডিয়ামে সেই ম্যাচে আর্জেন্টিনা উড়ে যায় ৫-০ গোলে! সেটাই ছিল ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার প্রথম পরাজয়। ওই জয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের গ্রুপ – এ থেকে বিশ্বকাপের মূলপর্বে চলে যায় কলম্বিয়া। অন্যদিকে আর্জেন্টিনাকে খেলতে হয় প্লে-অফ। কলম্বিয়ার কাছে সেই হারের পর আর্জেন্টিনার ক্রীড়া ম্যাগাজিন ‘এল গ্রাফিকো’ কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ ছাড়াই ‘লজ্জা’ শিরোনামে একটি কালো কভার প্রকাশ করেছিল।

সেই ম্যাচে দর্শক হিসেবে ছিলেন মাদক গ্রহণের দায়ে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। কলম্বিয়ার জয়ের পর তাকে করতালি দিতে দেখা যায়। বাছাইপর্বের প্লে-অফে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচে ম্যারাডোনা অধিনায়ক হিসেবে মাঠে নামেন। আলেকজান্ডার তাবিনের একমাত্র গোলে বিশ্বকাপের মূলপর্বে উঠে যায় আর্জেন্টিনা। তবে সেই বিশ্বকাপে খেলতে গেলেও মাদক গ্রহণের দায়ে ফের নিষিদ্ধ হয়েছিলেন ম্যারাডোনা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments