Saturday, November 23, 2024
Homeখেলাধুলাফুটবলশাকিরার জন্য আর্জেন্টিনা-কলম্বিয়ার ম্যাচের নিয়ম পরিবর্তন

শাকিরার জন্য আর্জেন্টিনা-কলম্বিয়ার ম্যাচের নিয়ম পরিবর্তন

 

স্পোর্টস ডেস্ক,

কোপা আমেরিকার ফাইনাল বাংলাদেশ সময় আগামী ১৫ জুলাই সকালে। আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার সেই ফাইনালের রোমাঞ্চ বাড়াতে যাচ্ছে কনমেবল। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মেসি-হামেসদের লড়াইয়ে মঞ্চ মাতাবেন বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা।

 

যুক্তরাষ্ট্রে আয়োজিত কোপা আমেরিকার ফাইনালে দর্শকদের কথা মাথায় রেখে শাকিরার মেগা এই কনসার্টের আয়োজন করেছে আয়োজক কনমেবল।

 

শাকিরার এই পারফরম্যান্সের জন্য ফুটবলের নিয়মেও পরিবর্তন এনেছে কনমেবল। এর আগে যা কখনো কোনো ফুটবল টুর্নামেন্টে দেখা যায়নি।

 

ফাইনালের প্রথমার্ধের পর বিরতিতে কনসার্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কোপা আমেরিকার আয়োজকরা। মূলত ম্যাচের বিরতির সময় থাকে ১৫ মিনিট, সেই প্রথা ভেঙে শাকিরার জন্য বিরতি বাড়িয়ে ২৫ মিনিট করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কনমেবলের এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন ইএসপিএনের সাংবাদিক ডিয়েগো মনরইগ।

 

ফাইনালে শুধু শাকিরাই পারফরম্যান্স করবেন তা নয়। ম্যাচের বিরতিতে দুই দেশের জাতীয় সঙ্গীত গাইবেন দুই দেশের নামকরা তারকারা।

 

আর্জেন্টাইন গায়ক এবেল পিন্তোস মেসিদের জাতীয় সঙ্গীত গাইবেন এবং কলম্বিয়ার জাতীয় সঙ্গীত গাইবেন কলম্বিয়ান গায়ক ক্যারল জি।

 

শাকিরার কনসার্টের জন্য ম্যাচের বিরতির সময় বাড়ানোর কারণে খেলার গতি কমে যেতে পারে বলে ধারণা করছেন অনেকেই। তবে সেই সব দিক না ভেবে ইতিহাসের অন্যতম সেরা এক কোপা আমেরিকার ফাইনাল আয়োজনের পথে হাঁটছে কনমেবল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments