Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগসিলেটগোয়াইনঘাটে মৎস্য দপ্তরের অভিযানে অবৈধ জাল জব্দ

গোয়াইনঘাটে মৎস্য দপ্তরের অভিযানে অবৈধ জাল জব্দ

 

 

মতিউর রহমান (দুলাল) গোয়াইনঘাট সিলেট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলা মৎস্য অফিসের অভিযানে অবৈধ জাল, খাড়া জাল জব্দ ও ফিক্সড ইঞ্জিন অপসারণ করা হয়েছে।

 

১০ জুলাই (বুধবার) সকাল ১০:৩০ টা থেকে দুপুর ৪:০০ টা পর্যন্ত সিলেটের গোয়াইনঘাট মৎস্য দপ্তরের উদ্যোগে এবং উপজেলা নিবার্হী অফিসার জনাব মো: তৌহিদুল ইসলাম এর দিকনির্দেশনায় গোয়াইনঘাট থানা পুলিশের সহায়তায় উপজেলার বিভিন্ন হাওরে বন্যা পরবর্তী সময়ে হাওর ও নদীর মৎস্য সম্পদ রক্ষার্থে অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মো: মাজাহারুল ইসলামের তত্ত্বাবধানে গোয়াইনঘাটের উল্লেখ্য কৈয়া হাওরে এক অভিযান পরিচালনা করা হয়। এসময় মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্যাঘাত সৃষ্টিকারী চায়না জাল বা অবৈধ ফিক্সড ইঞ্জিন অপসারণ করা হয়। ফিক্সড ইঞ্জিনে ব্যবহৃত খাড়া জাল জব্দ করা হয়।

এছাড়া উক্ত হাওড়ের অন্য আরো স্পটে অভিযান চালিয়ে কারেন্ট জাল আটক করা হয় এবং পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, গোয়াইনঘাট সিলেট এর তত্ত্বাবধানে অবৈধ জালগুলো জব্দ করা হয়।

 

উপজেলা মৎস্য অফিসার মো. মাজহারুল ইসলাম বলেন ” আগামী প্রজন্মের আমিষের চাহিদা মেটাতে ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের পাশাপাশি সচেতন নাগরিক বৃন্দেরও সামাজিক দ্বায়বধ্যতা এগিয়ে আসতে আহবান করছি। আজকের ন্যায় মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতে আমাদের এধরনের অভিযান অব্যাহত থাকবে। মৎস্যসম্পদ রক্ষায় স্ব-অবস্থান থেকে আমি সকলের সহযোগিতা কামনা করছি।

আজকের এ অভিযান পরিচালনায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments