কবরকে কেন্দ্র করে বিদাত, শিরক থেকে বিরত থাকতে মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত দেলাওয়ার হোসাইন সাঈদীর ভক্তদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান।
তিনি বলেছেন, ‘কিছু ভক্ত সাঈদীর কবরে গিয়ে চুমু খাওয়া, বিলাপ করে কান্নাকাটি, কবর থেকে মাটি নিয়ে আসা ছাড়াও এমন কিছু কাজ করছেন যা শিরক ও বিদাতের শামিল। শিরক ও বিদাতের মতো হারাম কাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে।’
রোববার জামায়াতের নড়াইল জেলার কর্মী সম্মেলনে অনলাইনে যোগ দিয়ে এসব কথা বলেছেন মুজিবর রহমান। তিনি বলেন, ‘দেশ ও প্রবাসে বহু মানুষ সাঈদীর আত্মার মাগফিরাতের জন্য দান-সাদাকা ও দোয়া করছেন। সাঈদী সারাজীবন কবর ও মাজার পূজার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। শুধু জিয়ারতের উদ্দেশে কবরে যাওয়া জায়েজ নয়।’
মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী গত ১৪ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সিলেটের কাগজ ডেস্ক/সংগ্রঃ/অনলাইন/রিপোর্ট- আরএ