Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগসুনামগঞ্জসবিস,সুনামগঞ্জ সরকারি কলেজের রথোৎসব উদযাপিত 

সবিস,সুনামগঞ্জ সরকারি কলেজের রথোৎসব উদযাপিত 

 

অসীম কুমার বৈষ্ণব :

 

সনাতন বিদ্যার্থী সংসদ, সুনামগঞ্জ সরকারি কলেজ শাখার আয়োজনে রবিবার ( ৭ জুলাই) উদযাপিত হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব “রথযাত্রা”।

 

রথযাত্রা উপলক্ষে দুপুর গড়ার সাথে সাথেই বিদ্যার্থীরা সুনামগঞ্জ শহরের মধ্যবাজারের শ্রীশ্রী জগন্নাথ জিঁউ মন্দিরে সমাগম হতে শুরু করে। মন্দিরে প্রসাদ গ্রহণ শেষে কেন্দ্রীয় রথের সাথে বেলা ৩:১৮ ঘটিকায় র‍্যালি বের করে সুনামগঞ্জ শহর প্রদক্ষিণ শেষে পুণরায় জগন্নাথ জিঁউ মন্দিরে ফিরে আসে এবং এখানেই সমাপ্ত করে রথযাত্রার দিনটি।

 

সনাতন বিদ্যার্থী সংসদ,সুসক শাখার প্রতিনিধি বিশ্বজিৎ রায় তমাল রথযাত্রা সম্পর্কে বলেন, শাস্ত্রে আছে ‘রথস্থ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে’। রথের ওপর খর্বাকৃতি বামন শ্রী শ্রী জগন্নাথকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না। এ বিশ্বাস অন্তরে ধারণ করেই আমরা জগন্নাথ দেবের রথযাত্রায় স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করি।

 

বিদ্যার্থী সংসদের পৃথিকা রায় পিউ বলেন, সুনামগঞ্জে এটিই আমাদের প্রথম রথোৎসব। অনেক উদ্দীপনা ও চাঞ্চল্যতা নিয়ে স্বল্প সময়ে অনেক কিছুর আয়োজন করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ ছিল বটে কিন্তু জগন্নাথের কৃপায় সবই পূর্ণ হল।

 

সুসকের শতাব্দী দাশ , মন্দির কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন সবিস, সুসক বিদ্যার্থীদের অংশগ্রহণে আমাদের এবারের রথোৎসব সফল ও সার্থকভাবে উদযাপিত করতে পেরেছি এবং এর ধারাবাহিকতা সামনের দিনগুলোতেও বজায় থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments