স্পোর্টস ডেস্ক,
কোপা আমেরিকার সেমিফাইনালে আগামী বুধবার কানাডার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সেই ম্যাচকে সামনে রেখেই অনুশীলনে সময় পার করছে লিওনেল মেসির দল। একই সাথে অনুশীলন করছিলেন আর্জেন্টিনাকে সেমিফাইনালে তোলার নায়ক এমিলিয়ানো মার্তিনেজ। মেসিবাহিনীর অনুশীলনের মুহুর্তগুলো ক্যামেরাবন্দী করছিলেন ক্যামেরাম্যানরা। সেটি দেখেই অনুশীলন থামিয়ে দেন মার্তিনেজ। ক্যামেরার সামনে এসে কথা বলেন আর্জেন্টাইন গোলকিপার।
মার্তিনেজ বলেন, “আর একটা (জয়) এবং আমরা ফাইনালে”
কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে দুর্দান্ত খেলা মার্তিনেজ শুধু এটুকুই বলেছেন। আর্জেন্টিনা গোলকিপারের সাথে তাল মিলিয়ে বলাই যায় ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে পুরো দল। তবে কাজটা খুব একটা সহজ হবে না তাদের জন্য। প্রথমবার কোপা খেলতে এসে সেমিফাইনাল নিশ্চিত করেছে কানাডা। যদিও গ্রুপ পর্বে মেসিদের কাছে ২-০ গোলে হেরেছিল দলটি। তবে তাদের তো হারানোর কিছু নেই। তাই তারা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে আর্জেন্টিনাকে হারানোর।
ইকুয়েডরের বিপক্ষে টাইব্রেকারে দলকে জেতানোর পর মার্তিনেজকে বিশ্বের সেরা গোলকিপার বলেছিলেন মেসি। আর্জেন্টাইন অধিনায়কের মন্তব্যের বিপরীতে কথা বলার কোনো উপায় নেই। কারণ বর্তমানে যে ফর্মে আছেন মার্তিনেজ। তাকে সেরা বলাই যায়, অন্তত তার সমালোচকরাও তাকে সেরা বলতে বাধ্য। পারফর্ম্যান্স দিয়েই সেটা আদায় করে নিয়েছেন মার্তিনেজ।