Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগহবিগঞ্জস্বাধীনতার ৫৩ বছরেও হয়নি ব্রিজ, ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ

স্বাধীনতার ৫৩ বছরেও হয়নি ব্রিজ, ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ

বিশেষ প্রতিনিধি,

 

স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও স্থানীয়দের প্রাণের দাবি সোনাই নদীর ওপরে একটি ব্রিজ নির্মাণ হয়নি। এ পথে নিয়মিত দশটি গ্রামের মানুষ চলাচল করেন। হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউরা ও বহরা ইউপির সংযোগস্থল মরাচর এলাকায় নদীর ওপর একটি নড়বড়ে সাঁকো দিয়ে চলাচল করছেন পথচারীরা। তবে স্রোত বাড়লে ভেঙে যায় সাঁকোটি।

 

 

স্থানীয়রা জানান, নৌকা দিয়ে অতিকষ্টে পারাপার হলেও ঝুঁকি নিয়ে অনেককে সাঁতার কেটে সোনাই নদী পার হতে দেখা যায়। তবে বর্ষাকালে পানি নদীর স্রোত বেড়ে গেলে তারা কোনোভাবেই পারাপার হতে পারেন না। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। স্রোত বাড়লে শিক্ষার্থীদের স্কুল যাওয়া বন্ধ করে দিতে হয়।

 

 

তারা আরো জানান, ব্রিজ না হওয়ায় উপজেলার আন্দিউরা ও বহরা ইউনিয়নের ১০ গ্রামের হাজার হাজার মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এ নিয়ে স্থানীয় হরিশ্যামা, কুটানিয়া, উতলারপাড়, সুন্ধাদিল, মুরাদপুর ভাংগারপাড়, দিঘিরপাড়, ধনীচানপুরসহ বিভিন্ন গ্রামের বাসিন্দারা বিভিন্ন সময়ে সরকারের বিভিন্ন দপ্তরে ব্রিজ নির্মাণের জন্য জোর দাবি জানিয়ে আসছেন।

 

স্থানীয়রা জানান, এবারও ওই এলাকার সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমনের কাছেও আবেদন জানিয়েছে। এবার এমপির আশ্বাসে আশার আলো দেখছেন স্থানীয়রা।

 

ওই স্থানটি মাধবপুর উপজেলার বহড়া ও আন্দিউরা ইউনিয়নের সংযোগস্থলে হওয়ায় উভয় ইউনিয়নের চেয়ারম্যানরা দায়সাড়া ভাব নেন বলে স্থানীয়দের অভিযোগ। তবে স্থানীয় আন্দিউড়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক ব্রিজটি নির্মাণের জন্য সরকারের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করলেও এখন পর্যন্ত মেলেনি তেমন ফল।

 

দীর্ঘদিন ধরে ব্রিজ বানাতে বিভিন্ন ফোরামে কথা বলে আসা স্থানীয় উপজেলার আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক মো. এরশাদ আলী বলেন, এখানে ব্রিজ বানানো অত্যন্ত জরুরি। স্কুলশিক্ষার্থীরা বর্ষাকালে স্কুলে নদী পার হয়ে যেতে পারে না। নিশ্চয়ই নতুন এমপি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।

 

মাধবপুর এলজিইডি কার্যালয়ের সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, ‘বিষয়টি গুরুত্বপূর্ণ। আমরা এটি সরেজমিনে দেখে ব্রিজ নির্মাণে জেলাতে প্রস্তাবনা পাঠাব।’

 

হবিগঞ্জ জেলা এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মো. ইশতিয়াক হাসান বলেন, ‘সোনাই নদীর ওপর ব্রিজ নির্মাণ জরুরি। আমি নতুন কর্মস্থলে যোগদান করায় ওই ব্রিজের বিষয়ে মোটামুটি অবগত হয়েছি। খোঁজ নিয়ে দ্রুত ব্রিজ নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। উপজেলাকে এটির প্রতিবেদন ও প্রস্তাব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments