Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগহবিগঞ্জশ্রীমঙ্গলে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্টিত

শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্টিত

 

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:

শ্রীমঙ্গলে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্টিত হয়েছে।

রবিবার ( ৭ জুলাই) দুপুর ৩টায় শহরের হবিগঞ্জ সড়কের শ্রী শ্রী জগন্নাথ দেবের আখড়ায়

শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া পরিচালনা কমিটির সভাপতি ও শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়ের সভাপতিত্বে ও সুদীপ দাশ রিংকুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে রথযাত্রার ভার্চুয়ালি উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহিদ এমপি।

উদ্বোধনের পর সবুজবাগ নিতাই গৌর (ইসকন) মন্দির থেকে ও শ্রী শ্রী জগন্নাথ দেবের আখড়া হতে দুটি পৃথক রথ বের হয়ে শহরের হবিগঞ্জ সড়ক, মৌলভীবাজার সড়ক ও কলেজ সড়ক, স্টেশন সড়ক প্রদক্ষিণ করে।

হিন্দু শাস্ত্রমতে, ভক্তদের দর্শন দানের উদ্দেশ্যে শ্রী শ্রী জগন্নাথ দেব প্রতি বছর এই তিথিতে নগর পরিভ্রমনে বের হন। জগন্নাথ দেব আপন আলয় হতে রথে চড়ে মাসির বাড়ি বেড়াতে যান। বিশ্ব শান্তির উদ্দেশ্যে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী এ উৎসবটি পালন করে আসছেন। সাত দিন পর শ্রী শ্রী জগন্নাথ দেব আপন আলয়ে ফিরবেন আগামী ১৫ জুলাই ফিরতি রথযাত্রা অনুষ্ঠিত হবে। আটদিন ব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে ইসকনের সবুজবাগ আশ্রমে।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, সহ- সভাপতি ডা. হরিপদ রায়, সম্পাদক জগৎজ্যেতি ধর শুভ্র, মহিলা বিষয়ক সম্পাদিকা উম্মে ফারজানা, ভাইস চেয়ারম্যান রাজু দেব রিটন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহ- সভাপতি অজয় কুমার দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ- সভাপতি সুনীল বৈদ্য শচী, সাবেক সভাপতি স্বপন রায়, সাবেক সম্পাদক সুশীল শীল, পৌর শাখার সভাপতি সুমন রায়, সম্পাদক বিশ্বনাথ দাশ চৌধুরী ছোটন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল শাখার সম্পাদক সমীরণ সরকার, মুকুল বিকাশ দেব রায় প্রমুখ।

 

এদিকে রথ যাত্রা উপলক্ষে বিভিন্ন দেশীয় সরঞ্জাম খেলনা মাটির জিনিস পত্র নিয়ে হবিগঞ্জ সড়কের দুই পাশে মেলা বসে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments