দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
দোয়ারাবাজারে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। রোববার (৭ জুলাই) দুপুরে দোয়ারাবাজার শ্রী শ্রী রাধা মদনমোহন জিউর মন্দির প্রাঙ্গনে ধর্মীয় পাঁক পরিক্রমাসহ বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার অনুষ্ঠানমালা। রথযাত্রা পরিচালনা করেন দোয়ারাবাজার শ্রী শ্রী রাধা মদনমোহন জিউর মন্দিরের পরিচালক নরত্তোম দাস।
উৎসুক সনাতনীরা জানিয়েছেন, শাস্ত্র মতে রথের দড়ি টানলে পুণ্যলাভ হয়। তারই ধারাবাহিকতায় সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের এই রাথযাত্রা পালিত। এই উপলক্ষ্যে উপজেলা সদরে দেখাগেছে উৎসুক মানুষের ভীড়। মন্দির প্রাঙ্গণে বসেছে হরেক রকমের দোকান পাট।
এসময় ঢাক-ঢোলক বাদ্য, শঙ্খ ও উলুধ্বনি দিয়ে মন্দির প্রাঙ্গণ থেকে এই রথের প্রথম টানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এসময় সর্বস্তরের সনাতনধর্মালম্বীরা উপস্থিত ছিলেন।
আগামী সোমবার (১৫ জুলাই) রথের উল্টো টানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী ধর্মীয় এই অনুষ্ঠানের সমাপ্তি হবে,
হিন্দুধর্মের জগন্নাথ বলোরাম সুভদ্রা পুঁজারী রাশেদ শর মরারি দাস,নৃত্য সেবক ভম্রচারী প্রভুদাস,অধিরপ্রভু রাধুনী দাস, উৎস হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি বিশ্বনাথ রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তপন সরকার তপু সহ প্রমুখ।