Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগসুনামগঞ্জদেড়কোটি টাকার ভারতীয় চিনি ও বাংলাদেশী সুপারি উদ্ধার

দেড়কোটি টাকার ভারতীয় চিনি ও বাংলাদেশী সুপারি উদ্ধার

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী বাংলাবাজার ইউনিয়নে যৌথবাহিনীর টাস্কফোর্স অভিযানে ১৪শ ৯৫ ভারতীয় চিনি ও ১১০ বস্তা বাংলাদেশী সুপারি উদ্ধার করা হয়েছে। যার জব্দ মূল্য ১ দেড় কোটি টাকারও বেশী।

শনিবার দুপুর থেকে উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনু’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া, বাংলাবাজার, বড়খাল, কলাউড়া গ্রাম থেকে ১৪শ ৯৫ ভারতীয় চিনি ও ১১০ বস্তা বাংলাদেশী সুপারি উদ্ধার করা হয়।

এসময় দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান, বাংলাবাজার সীমান্ত ফাঁড়ির বিজিবি’র কোম্পানি কমান্ডার আনোয়ারসহ বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু জানান, চোরাই পথে ভারতীয় চিনি ও সুপারি আমদানি করার হয়েছে মর্মের গোপন সংবাদের ভিত্তিতে ট্রাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্তে চোরাচালান বন্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments