Friday, November 8, 2024
Homeখেলাধুলাচমক রেখে আর্জেন্টিনার অলিম্পিক দল ঘোষণা

চমক রেখে আর্জেন্টিনার অলিম্পিক দল ঘোষণা

 

স্পোর্টস ডেস্ক,

 

বেশ ব্যস্ত সময় কাটছে ক্রীড়াপ্রেমীদের। ক্রিকেট বিশ্বকাপ শেষ। এখন চলছে কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নশিপ। এরপরই মাঠে গড়াবে প্যারিস অলিম্পিক। আর বিশ্বের অন্যতম জমজমাট এই ইভেন্টকে সামনে রেখে ভারসাম্যপূর্ণ দলই ঘোষণা করেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যদিও সেই দলে নেই কিংবদন্তি লিওনেল মেসি।

 

আজ বুধবার (৩ জুলাই) এক বিবৃতির মাধ্যমে আর্জেন্টিনার অলিম্পিক স্কোয়াড ঘোষণা করেন কোচ হাভিয়ের মাসচেরানো। দলে সুযোগ পেয়েছেন তিন সিনিয়র ফুটবলার হুলিয়ান আলভারেজ, নিকোলাস ওটামেন্ডি ও জেরোনিমো রুল্লি। তারকা আরও দুই ফুট্বলার এমিলিয়ানো মার্টিনেজ ও এঞ্জো ফার্নান্দেজের খেলার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত ক্লাবের অনুমতি না মেলায় তাদের খেলা হচ্ছে না।

 

৩৭ বছর বয়সী মেসি বেশ কিছুদিন ধরেই চোটের সঙ্গে লড়ছেন। মাঝেমধ্যে মাঠে ফিরলেও ফের চোটে আক্রান্ত হচ্ছেন। এই মুহূর্তে তিনি কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশনে আছেন। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক তার ক্যারিয়ারের একমাত্র অলিম্পিক সোনা জিতেছিলেন ২০০৮ বেইজিং আসরে। আগামী ২৪ জুলাই থেকে শুরু হবে অলিম্পিক ফুটবল। ১৬ দলের টুর্নামেন্টে আর্জেন্টিনার গ্রুপসঙ্গী মরক্কো, ইরান ও ইউক্রেন।

 

আর্জেন্টিনা স্কোয়াড

 

গোলকিপার: লেয়ান্দ্রো ব্রে, জেরোনিমো রুল্লি

 

ডিফেন্ডার: মার্কো দি সেজারো, হুলিও সোলের, জোয়াকুইন গার্সিয়া, গঞ্জালো লুজান, নিকোলাস ওটামেন্ডি, ব্রুনো আমিওনে

 

মিডফিল্ডার: এজিকুয়েল ফার্নান্দেজ, সান্তিয়াগো হেজ্জে, ক্রিশ্চিয়ান মেদিনা, কেভিন জেনোন

 

ফরোয়ার্ড: জিউলিয়ানো সিমিওনে, লুসিয়ানো গন্ডো, থিয়াগো আলমাদা, ক্লাদিও ইচেভেরি, হুলিয়ান আলভারেজ, লুকাস বেলত্রান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments