Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারশ্রীমঙ্গল কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের, ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক সালাউদ্দিন

শ্রীমঙ্গল কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের, ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক সালাউদ্দিন

 

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি,

শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল প্রেসক্লাব এর যুগ্ম সম্পাদক ও দৈনিক যুগান্তরের শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ সালাউদ্দিন।

রোববার( ৩০ জুন) দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে গভর্নিংবডির সদস্যদের গোপন ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করে শ্রীমঙ্গল উপজেলা একাডেমিক সুপার ভাইজার সজ্জিত কুমার দাশ।

নির্বাচনে গভর্নিং বডির ৮ সদস্যের মধ্যে অভিভাবক সদস্য ৪ জন, শিক্ষক প্রতিনিধি ৩ ও তবে শিক্ষক প্রতিনিধির একজন সদস্য চিকিৎসার জন্য দেশের বাহিরে অবস্থান করায় ভোটে অনুপস্থিত ছিলেন। ম্যানেজিং কমিটির সভাপতি পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে শ্রীমঙ্গল প্রেসক্লাব এর যুগ্ম সম্পাদক ও দৈনিক যুগান্তরের শ্রীমঙ্গল প্রতিনিধি ও এই স্কুলের প্রতিষ্ঠাকালীন ছাত্র সৈয়দ সালাউদ্দিন ৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাট্যকর্মী দেলোয়ার হোসেন ৩ ভোট পান।

বিজয়ী সভাপতি সৈয়দ সালাউদ্দিন তার অনুভূতি ব্যক্ত করে জানান,এ স্কুলের প্রতিষ্ঠাকালীন ছাত্র হিসেবে একই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হতে পেরে তিনি খুবই আনন্দিত।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ সিদ্দিকী বলেন, নির্বাচিত স্কুল কমিটির সদস্যরা পরবর্তী দুই বছর বিদ্যালয় পরিচালনা করবেন।

 

ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি

সৈয়দ সালাউদ্দিন বলেন, কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয় উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য।আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করায় আমি বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সকল সদস্যদের নিকট কৃতজ্ঞ। তিনি আরও জানান, কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান ও অবকাঠামোগত উন্নয়নে তার শ্রদ্ধাভাজন শিক্ষক, মাননীয় কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড.আব্দুস শহীদ এমপিসহ সবার সহযোগিতা কামনা করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments