মতিউর রহমান (দুলাল),
গোয়াইনঘাট সিলেট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের হাওরাঞ্চলের বন্যা দুর্গত মানুষের জন্য পানিবাহিত রোগের ঔষধ নিয়ে পাশে দাঁড়ালেন তোয়াকুল ইউনিয়নের পাইকরাজ গ্রামের বাসিন্দা সাবেক কলেজ শিক্ষক পল্লী চিকিৎসক ইমাম উদ্দিন।
সোমবার ২৪ জুন বিকেলে উপজেলার পূর্ব তোয়াকুলের হাওরাঞ্চলের পাইকরাজের পূর্ব অংশ রাজারকান্দি, লস্করকান্দি, ঘোড়ামারা, খাউড়া কান্দি, বৈঠাখাল,মুন্সিবাজার, পশ্চিম পেকের খাল সহ ৩৫০ টি পরিবারের মধ্যে পানিবাহিত রোগের এসব ঔষধ সামগ্রী বিতরন করা হয়।
রুস্তমপুর কলেজের সাবেক মনোবিজ্ঞানের লেকচারার ও তোয়াকুলের মা ফার্মেসির স্বত্বাধিকারী পল্লী চিকিৎসক ইমাম উদ্দিন বলেন, ব্যক্তিগত কোন স্বার্থে নয়,মানুষ মানুষের জন্য সেই মূল্যবোধ ও মানবিক দায়িত্ববোধ থেকে আমার সামর্থ্য অনুযায়ী বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা মাত্র।
তিনি বলেন বন্যা পরবর্তী সময়ে পানিবাহিত রোগের প্রকোপ দেখা দেয়। বন্যা দুর্গত মানুষদের সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিকভাবে পানিবাহিত রোগ থেকে বেঁচে থাকতে এসব বিতরণ করা হয়েছে।
বন্যা দুর্গত মানুষেরা বর্তমানে অসহায়,তাদের পাশে যদি সমাজের বিত্তবান ও দায়িত্বশীল ব্যক্তিরা এগিয়ে আসেন তবে তারা এই মুহূর্তে নিজেদের অসহায় মনে করবে না।সুন্দরভাবে বেঁচে থাকার শক্তিও সাহস পাবে।