Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারমৌলভীবাজারে তিনদিনে পানিতে ডুবে ৬ শিশুর মৃত্যু! 

মৌলভীবাজারে তিনদিনে পানিতে ডুবে ৬ শিশুর মৃত্যু! 

 

 

রকিবুল ইসলাম রকি, মৌলভীবাজার ::

মৌলভীবাজার জেলায় মনুসহ বেশ কয়েকটি ছোট বড় নদী রয়েছে যেখানে প্রতিবছরই ওই সব নদীর পানিতে ডুবে মৃত্যু হয় এমন ব্যক্তির সংখ্যাও কম নয়। গত তিনদিনে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় ৬ শিশুর মৃত্যুর ঘটনার খবর পাওয়া গেছে। এতে কিছুতেই কমছে না নিহতদের পরিবারের আহাজারি।

 

 

নিহতরা হলেন, মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিম শ্যামেরকোনা গ্রামের পচন মিয়ার ছেলে ছাদি মিয়া (৮) ও একই গ্রামের জমির মিয়ার ছেলে হৃদয় মিয়া (১৭) , মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ভাগাডাহর গ্রামের আয়শা বেগম(১২), সদর উপজেলার পাহাড় বর্ষিজোড়া গ্রামের রিমন মিয়া (১১), সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের আজিজুল ইসলাম (৬)। কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের মুক্তাজিপুর গ্রামের বাসিন্দা নাছির মিয়ার শিশুপুত্র আবু সাইদ আহমদ রেদোয়ান (৬)।

 

 

জানা যায়, সদর উপজেলার শ্যামেরকোনা গ্রামের ছাদি মিয়া (৮) রাস্তায় হাটছিল হঠাৎ ধলাই নদীর বাধ ভেঙ্গে সে পানির স্রোতে তলিয়ে যায় এ সময় তাকে উদ্ধার করতে হৃদয় মিয়া (১৭) নামের আরেক কিশোর পানিতে নামলে সেও পানিতে তলিয়ে যায়, পরবর্তীতে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

 

অপরদিকে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ভাগাডাহর গ্রামের আয়শা বেগম (১২) বাড়ির পাশে বন্যার পানি দেখতে ঘর থেকে বেরিয়ে যায়। নদীর তীব্র স্রোতে একপর্যায়ে সে বন্যার পানিতে তলিয়ে যায়, পরবর্তীতে স্বজনরা পানিতে নেমে তার লাশ উদ্ধার করেন।

 

 

এদিকে সদর উপজেলার পাহাড় বর্ষিজোড়া গ্রামের দ্বিতীয় শ্রেণীর মাদ্রাসা শিক্ষার্থী রিমন মিয়া (১১) মৌলভীবাজারের মনু ব্যারেজ সংলগ্ন সুইচ গেইট এলাকায় সে গোসল করতে পানিতে নামে, নদীতে তীব্র স্রোত থাকায় একসময় সে পানির নিচে তলিয়ে যায়, পরবর্তীতে সেখানে উপস্থিত লোকজন ফায়ার সার্ভিস কে কল দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট সিলেট থেকে এসে অনেক্ষন খোঁজাখুঁজি করে তাকে না পাওয়ায় তারা ফিরে যায়। স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজির একপর্যায়ে আজ সকালে মৌলভীবাজারের কনকপুর এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

 

আজ দুপুরে সদর উপজেলা ১নং খলিল পুর ইউনিয়ন এর লামুয়া আশ্রয়ন প্রকল্পে বাসিন্দা আজিজুল ইসলাম (৬) বরাক নদীতে পড়ে যায়, স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে না পেলে, ফায়ার সার্ভিস কে খবর দেন, পরবর্তীতে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের বেশ কিছুক্ষণের অভিযানে তার মৃতদেহ উদ্ধার করে।

 

অপরদিকে আজ বিকেলের দিকে, কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের মুক্তাজিপুর গ্রামের বাসিন্দা নাছির মিয়ার শিশুপুত্র আবু সাইদ আহমদ রেদোয়ান (৬) সাম্প্রতিক সময়ের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানিতে ডুবে মারা যায়।

 

এ বিষয়, মৌলভীবাজার ফায়ার স্টেশনের উপ- সহপরিচালক মো: আলাউদ্দিনের কাছে জানতে চাইলে বলেন, পানিতে ডুবে মৃত্যুর সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে, তবে এ সকল দুর্ঘটনার অধিকাংশই ঘটছে পরিবারের অবেহেলার কারণে, পরিবারের সদস্যরা যদি ছোট বাচ্চাদের খেয়াল রাখেন এবং সাঁতার শেখান তাহলে পানিতে ডুবে মৃত্যুর সংখ্যা অনেকটাই কমে যাবে।

 

 

মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম জানান, নিহতের পরিবারদের মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে উপহার দেওয়া হয়েছে এবং সদর উপজেলা সহ বিভিন্ন জায়গায় আমরা জনসচেতনতা তৈরী করছি, এছাড়া শিশুদের খেয়াল রাখার জন্য প্রতিটি ইউনিয়ন /গ্রামে মাইকিং করেছি এবং পরবর্তীতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments