স্পোর্টস ডেস্ক,
বাংলাদেশের অনেক ম্যাচ জেতানোর নায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। দলকে অনেকবার ভরাডুবি থেকে বাঁচানোর জয়ের নায়কও তিনি। তবে দুর্ভাগাদের পাশেও আছেন তিনি। বোলারের হ্যাটট্রিকের অংশ হওয়ার ক্ষেত্রে মাহমুদুল্লাহ সেসব দুর্ভাগাদেরই একজন।
ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে সবচেয়ে বেশিবার হ্যাটট্রিকের অংশ হয়েছেন মাহমুদুল্লাহ। এ নিয়ে ষষ্ঠবার হ্যাটট্রিকের অংশ হয়েছেন মাহমুদুল্লাহ। আর কোনো ব্যাটসম্যানকেই এমন দুর্ভাগ্যের মুখোমুখি হতে হয়নি।
সর্বশেষ আজ শুক্রবার অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ডিএলএস পদ্ধতিতে ২৮ রানে হেরেছে বাংলাদেশ।
এই ম্যাচে হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। ১৮তম ওভারের শেষ দুই বল ও ২০তম ওভারের প্রথম বলে উইকেট নেন কামিন্স, যা এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক।
কামিন্সের টানা তিন বলে উইকেট নেওয়ার পথে প্রথম শিকার মাহমুুদুল্লাহ। ১৮তম ওভারের পঞ্চম বলে কামিন্সের অফ স্টাম্পের বাইরের খাটো লেংথের ডেলিভারি পুল করতে গিয়ে বল স্টাম্পে টেনে নেন মাহমুদুল্লাহ।
বোল্ড! কামিন্সের পরের দু’টি বলে মেহেদী হাসান ও তাওহিদ হৃদয়ও আউট হন।
আন্তর্জাতিক ক্রিকেটে মাহমুদুল্লাহই সবচেয়ে বেশিবার হ্যাটট্রিকের অংশ মাহমুদুল্লাহ টি-টোয়েন্টিতে তিনবার, ওয়ানডেতে দু’বার ও টেস্টে একবার