Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারবন্যা দুর্গত মানুষের মাঝে মৌলভীবাজার জেলা পুলিশের শুকনো খাবার বিতরণ

বন্যা দুর্গত মানুষের মাঝে মৌলভীবাজার জেলা পুলিশের শুকনো খাবার বিতরণ

 

মৌলভীবাজার সদর প্রতিনিধি ::
মৌলভীবাজার সদর উপজেলার বন্যাদুর্গত মানুষের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে শুকনো খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২১ জুন) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের কাজিরবাজার আশ্রয়ণ প্রকল্প এবং খলিলপুর ইউনিয়নের ০১ নং দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যা কবলিত ১২০ টি পরিবারের মাঝে চিড়া-মুড়ি, গুড়, বিস্কুট, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি ও দিয়াশলাই তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদর্শন কুমার রায়

এসময় তিনি বলেন, ‘জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমরা মৌলভীবাজার জেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করছি।

আমরা জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের সাধ্যমতো বানভাসি মানুষের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি সবাই সবার অবস্থান থেকে চেষ্টা করলে যেকোন দুর্যোগ মোকাবেলা করা সম্ভব।’

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আজমল হোসেন, মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব কে এম নজরুল পিপিএম প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments