বিশেষ প্রতিবেদন,
টানা কয়েকদিনের ভারীবৃষ্টি ও উজানের পানিতে সিলেটে ফের বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এমনকি এই অঞ্চলে আগামী সাতদিন ভারী বৃষ্টিপাত চলমান থাকবে বলে জানিয়েছেন সিলেট জেলা আবহাওয়া অধিদফতর। এমন পরিস্থিতিতে ঈদের ছুটির পর শ্রেণি কার্যক্রম নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন (শাবিপ্রবি)।
বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে নতুন নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন।
উপ-উপাচার্য বলেন, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অনলাইনে শ্রেণি কার্যক্রম চলমান থাকবে। বিভিন্ন বিভাগে অনুষ্ঠিতব্য পরীক্ষা বিভাগীয় প্রধান শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে নতুন রুটিন প্রদান করে বন্যা পরবর্তী সময়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া আগামী ২৩ জুন থেকে যথারীতি দাফতরিক কার্যক্রম শুরু হবে।