Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারমৌলভীবাজারে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু!

মৌলভীবাজারে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু!

 

রকিবুল ইসলাম রকি, মৌলভীবাজার সদর ::

মৌলভীবাজার সদর উপজেলায় বন্যার পানিতে ডুবে এক শিশু ও এক কিশোর মারা গেছে। বৃহস্পতিবার (২০জুন) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, পশ্চিম শ্যামেরকোনা গ্রামের পচন মিয়ার ছেলে ছাদি মিয়া (৮) ও একই গ্রামের জমির মিয়ার ছেলে হৃদয় মিয়া (১৭)

স্থানীয় সূত্রে জানা যায়, পচন মিয়ার ছেলে ছাদি মিয়া পানিতে খেলতে গিয়ে একপর্যায়ে সে নিচের দিকে তলিয়ে যায় এ সময় তাকে উদ্ধার করতে হৃদয় মিয়া পানিতে নামলে সেও স্রোতে তলিয়ে যেতে থাকে। পরবর্তীতে সেখানে উপস্থিত লোকজন তাদের উদ্ধার করেন।

চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান আকতার উদ্দিন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, আজ দুপুরে পানিতে খেলতে নেমে সাঁতার না জানার কারণে দুজনই ডুবে যায়। প্রতিবেশীরা এই ঘটনা দেখে দুজনকে পানি থেকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসে, এবং পরবর্তীতে মৌলভীবাজার ২৫০ শয্য বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ সময় নিহতদের স্বজনদের মৌলভীবাজার জেলা প্রশাসকের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে দেওয়া হয়, এবং পরবর্তীতে তাদের পাশে থাকার আশ্বাস দেন ।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (কে এম নজরুল ইসলাম) জানান, ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষনিক ছুটে যাই, গিয়ে দেখি স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। জেলায় বন্যায় আক্রান্ত হয়ে আর কোনো মৃত বা আহত রয়েছে কিনা তা জানতে চাইলে বলেন এখন পর্যন্ত এই দুই শিশুর মৃত্যুর খবরই পাওয়া গেছে, পরবর্তীতে এরকম কিছু ঘটলে জানা যাবে।

উল্লেখ্য গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদী ভেঙ্গে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা সহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments