Sunday, November 24, 2024
Homeরাজনীতিআওয়ামীলীগবন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান ছাত্রলীগের

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান ছাত্রলীগের

 

 

নিজস্ব প্রতিবেদক,

 

বন্যা পরিস্থিতিতে দুর্ভোগে পড়া অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

 

বুধবার (১৯ জুন) রাতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের যৌথ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান করা হয়।

 

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট বিভাগ এবং কুড়িগ্রামের নদ-নদী, ঝিরি-ঝর্ণা ও জলাশয়ে পানি বৃদ্ধির কারণে সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম ও তৎসংশ্লিষ্ট এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এমন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী, ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মের প্রতিনিধিদের বন্যা পরিস্থিতিতে দুর্ভোগে পড়া অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানানো হচ্ছে।

 

যেসব কাজের আহ্বান জানানো হয়েছে,

 

১. বন্যা সম্পর্কে সচেতনতা তৈরি,

২. শুকনো ও প্রস্তুতকৃত খাবার সরবরাহ,

৩. বিশুদ্ধ খাবার পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ,

৪. পানিবাহীত রোগ সম্পর্কে সচেতনতা তৈরি, স্যালাইন বিতরণ,

৫. উদ্ধার কর্মকাণ্ড পরিচালনা,

৬. ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ,

৭. স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা ও বিনামূল্যে ওষুধ বিতরণ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments