Friday, November 8, 2024
Homeখেলাধুলাক্রিকেটবিশ্বকাপের যে তালিকায় সবার শীর্ষে বাংলাদেশ

বিশ্বকাপের যে তালিকায় সবার শীর্ষে বাংলাদেশ

 

ক্রীড়া প্রতিবেদক,

 

ক্রিকেটে ব্যাটিং-বোলিংটাকে সবসময়ই মূখ্য ভাবা হয়। তবে ফিল্ডিংটাও বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেটে দল হিসেবে ভালো করতে হলে তিন বিভাগেই উন্নতি করতে হয়। সাম্প্রতিক সময়ে ফিল্ডিংয়ে বাংলাদেশের উন্নতির ছাপ স্পষ্ট। যার প্রমাণ মিলছে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও।

 

 

চলমান এই আসরে ইতোমধ্যেই গ্রুপ পর্ব শেষ হয়েছে। যেখানে মোট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ৪০টি। গ্রুপ পর্ব শেষে দলগুলোর ক্যাচ নেওয়ার সাফল্যের হার প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যে তালিকায় সবার উপরে নেদারল্যান্ডসের সঙ্গে যৌথভাবে আছে বাংলাদেশ।

 

এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত বাংলাদেশের বোলাররা মোট ২১ বার ক্যাচের সুযোগ তৈরি করেছেন। যেখানে ২০বার তালুবন্দি করতে পেরেছেন ফিল্ডাররা। মাত্র একবার ক্যাচের সুযোগ হাতছাড়া করেছে টাইগাররা। ফলে আসরে বাংলাদেশের ক্যাচ নেওয়ার সাফল্যের হার ৯৫.২ শতাংশ। একই পরিসংখ্যান নেদারল্যান্ডসের ক্ষেত্রেও।

 

 

এছাড়া ৯০ শতাংশের বেশি ক্যাচ নেওয়ার সাফল্যের হার কেবল ওয়েস্ট ইন্ডিজের (৯১.৩%)। ২৩টি ক্যাচের মধ্যে ২১ টি তালুবন্দি করতে পেরেছে ক্যারিবিয়ানরা। বিপরীতে ২ বার সুযোগ হাতছাড়া করেছে তারা। সবচেয়ে বেশি ৮টি ক্যাচ মিস করেছে অস্ট্রেলিয়া। ৭ বার করে সুযোগ হাতছাড়া করেছে পাকিস্তান ও ওমান।

 

একনজরে ক্যাচ ধরার সাফল্যের হার-

 

১. বাংলাদেশ- ৯৫.২%

২. নেদারল্যান্ডস- ৯৫.২%

৩. ওয়েস্ট ইন্ডিজ- ৯১.৩%

৪. আয়ারল্যান্ড- ৮৮.২%

৫. শ্রীলঙ্কা- ৮৫.৭%

৬. নামিবিয়া- ৮৪.৬%

৭. দক্ষিণ আফ্রিকা- ৮৪%

৮. যুক্তরাষ্ট্র- ৮৩.৩%

৯. নিউজিল্যান্ড- ৮১.৮%

১০. আফগানিস্তান- ৮০%।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments