Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগসিলেটশিববাড়ি কালিমন্দিরের নতুন কমিটিতে সভাপতি লিটন,সাধারণ সম্পাদক জনি

শিববাড়ি কালিমন্দিরের নতুন কমিটিতে সভাপতি লিটন,সাধারণ সম্পাদক জনি

সাজ্জাদ মাহমুদ মনির,(সুনামগঞ্জ জেলা প্রতিনিধি):::

সিলেট জেলার দক্ষিণ সুরমার ২৭ নম্বর ওয়ার্ডে গোটাটিকর পৈত্যপাড়া (শিববাড়ি) স্থিত শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে মা আনন্দময়ী সার্বজনীন পূজা কমিটির ১২তম বর্ষে পদার্পণ করেছে।
আসছে অক্টোবর মাসেই শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। তাই দেড় মাস আগে থেকেই শুরু হয়ে গেছে প্রত্যেক পূজা কমিটির কার্যক্রম।
সেই উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমার ২৭ নং ওয়ার্ডের গোটাটিকর পৈত্যপাড়া (শিববাড়ি) স্থিত শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে মা আনন্দময়ী সার্বজনীন পূজা কমিটিও তাদের আয়োজন নিয়ে ব্যাস্থ।

এ বছরই মা আনন্দময়ী সার্বজনীন পূজা কমিটি ১২ তম বর্ষে পা রাখল।
ইতোমধ্যেই গত বছরের কমিটিকে ভেঙে দিয়ে এ বছরের নতুন কমিটি গঠন করা হয়েছে।সর্বসাধারণ এর মতামতের ভিত্তিতে এ বছর লিটন কান্তি পালকে সভাপতি জনি দাশগুপ্ত কে সাধারণ সম্পাদক ও আশিষ সূত্রধর কে অর্থ সম্পাদক করে অন্যান্য সদস্যদেরকে নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সাধারণ সম্পাদক জনি দাশগুপ্ত জানান,হাঁটিহাঁটি পাপা করে আজ আমরা ১২ বছরে এসে পৌছেছি।ইতিমধ্যেই আমরা পূজার কার্যক্রম শুরু করে দিয়েছি। মা আনন্দময়ী সার্বজনীন পূজা কমিটির একযুগ হওয়ায় পূজা উদযাপন উপলক্ষে সবার সহযোগীতায় স্মরণীয় করে রাখতে চাই।
সাধারণ সম্পাদক জনি দাশগুপ্ত সবাইকে শারদীয় শুভেচ্ছা এবং সবাইকে পূজার নিমন্ত্রণ জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments