Saturday, November 23, 2024
Homeসিলেট বিভাগসুনামগঞ্জসিলেট তথ্যানুসন্ধান পেইজে মিথ্যা মানহানিকর তথ্য প্রকাশে গ্রামঅবাসীর প্রতিবাদ

সিলেট তথ্যানুসন্ধান পেইজে মিথ্যা মানহানিকর তথ্য প্রকাশে গ্রামঅবাসীর প্রতিবাদ

সাজ্জাদ মাহমুদ মনির,(সুনামগঞ্জ জেলা প্রতিনিধি):::

ছাতকে সিলেট তথ্যানুসন্ধানের একটি ভিডিও রিপোর্ট নিয়ে ফুঁসে উঠেছেন নোয়ারাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাতিরকান্দি গ্রাম বাসী। এ নিয়ে এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার বিকেলে ছাতক অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সন্মেলন করে এর প্রতিবাদ জানিয়েছেন নোয়ারাই ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ডের লোকজন।

সংবাদ সন্মেলনে বলা হয় বাতিরকান্দি গ্রামের এক নীরিহ ব্যাক্তি,সিএনজি চালক সায়েক মিয়াকে তথ্যানুসন্ধানের রিপোর্টে সিএনজি চোর অখ্যায়িত করা হয়। এতে দেশে বিদেশে তার সন্মান হানি ঘটেছে। এমনকি গ্রামেরও মান সন্মান ক্ষুন্ন হয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসী।

তারা বলেন গত ১৩ আগষ্ট রাতে কাড়ইলগাঁও গ্রামের খছরু মিয়ার একটি সিএনজি চালিত অটোরিকশা চুরি হয়। রাতে সুরমা ব্রিজের টোল প্লাজায় চোরাই সিএনজিটি টোল দিয়ে ব্রিজ পাড়ি দিয়েছে। এর আগে সায়েক মিয়া তার নিজের সিএনজি নিয়ে টোল দিয়ে ব্রিজ পাড়ি দেন। টোল প্লাজার সি সি ফুটেজ ব্যবহার করে সিলেট তথ্যানুসন্ধানে রিপোর্ট করা হয়েছে সায়েক মিয়া কাড়ইলগাও গ্রামের খছরু মিয়ার সিএনজি নিয়ে ব্রিজ পাড়ি দিয়েছেন। এই সংবাদটি মিথ্যা,বানোয়াট, মানহানিকর এবং কারো প্ররোচনায় খারাপ উদ্দেশ্যে আর্থিক ফায়দা নিয়ে সংবাদটি প্রকাশ করা হয়েছে। ঘটনার পর দিন থানায় একটি জিডিও করেছেন খছরু মিয়া।

যেহেতু ভিন্ন গাড়ি, আলাদা- আলাদা টোল দিয়ে ব্রিজ পাড়ি দিয়েছে। সি সি ফুটেজেও তা পরিলক্ষিত। কিন্তু এ নিয়ে এমন সংবাদ প্রকাশ করা উদ্দেশ্য প্রনোদিত, বিভ্রান্তিকর ও মানহানিকর। এ সংবাদকে কেন্দ্র করে স্থানীয়ভাবে সালিশ বৈঠক করা হয়েছে। সবাই প্রকাশিত সংবাদের নিন্দা জানিয়েছেন।

শুক্রবার সংবাদ সন্মলনে উপস্থিত ছিলেন বাতির কান্দি গ্রামের জহুর আলী,আহমেদ আলী,আজমান আলী, ইউপি সদস্য আবুল খয়ের,গোলাম মোস্তফা, ইলিয়াস আহমেদ,মিনতিক মিয়া, সাজিদ মিয়া তালুকদার, আব্দুল অদুদ, ইয়াকুব আলী,কালাই মিয়া, লায়েক মিয়া,নুরুল আমীন, আব্দুল মজিদ,নাজিম উদ্দিন,
জাবেদ আহমদ, তানভীর আহমদ, সাদেক মিয়া, আবজাল আহমদ, আমিন উদ্দিন, রেদমান মিয়া,
জাকির হোসেন,আল-আমীন,সাইমুল আহমদ, সুমন মিয়া, আব্দুল্লাহ,শামসুদ্দিন,সাজু মিয়া,আলী আহমেদ,শাওন মিয়া,সজিব আহমদ, জুবেদ মিয়া, রুবেল মিয়া,সালাহ উদ্দিন,জয়নাল আবেদীন,আব্দুস সালাম,রাজন মিয়া ও সিএনজি চালক সায়েক মিয়া সহ প্রমুখ।

ছাতক থানার এস আই এখলাছ উদ্দিন জিডির বিষয়টি স্বীকার করে জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। এসব ঘটনা নিশ্চিত না হয়ে সংবাদ প্রকাশ করা ঠিক হয়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments