Thursday, November 28, 2024
Homeসিলেট বিভাগসুনামগঞ্জছাতকে শেষ সময়ে জমেউঠেছে কোরবানি পশুর হাট

ছাতকে শেষ সময়ে জমেউঠেছে কোরবানি পশুর হাট

বিশেষ প্রতিনিধি,

 

সুনামগঞ্জের ছাতকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্থায়ী ৩ টি,অস্থায়ী ৯ টি ও পৌর শহরের ১টি সহ মোট ১২ টি স্থানে কোরবানি পশুর হাট বসেছে। প্রতি বছরের ন্যায় এবারও হাট গুলোতে গরু,ছাগল ও ভেড়া নিয়ে বিক্রেতারা ভিড় জমিয়েছেন।

সরেজমিন পৌর সভা কার্যালয়ের সামনের মাঠে ষাড় নিয়ে আসা বিক্রেতা কুতুবউদ্দিন জানান গরু ছাগলের উপস্থিতি প্রচুর কিন্তু দাম পর্যাপ্ত নয়। ১ লাখ বিশ হাজার টাকার ষাড় ৯০ হাজার টাকার উপরে বিক্রি করা যাচ্ছে না।

দাম নাগালের ভিতরে থাকায় এবং পশুর উপস্থিতি বেশি থাকায় ক্রেতারা এবার ফুরফুরে মেজাজে রয়েছেন।তবে অর্থনৈতিক মন্দাভাব থাকায় কোরবানি পশুর হাট গুলোতে বেচা-কেনা নিয়ে বিক্রেতারা হতাশার মধ্যে রয়েছেন।

এ ছাড়া সীমান্ত অতিক্রম করে ভারতীয় গরু দেশে অবাদে প্রবেশ করায় খামারিরা রয়েছেন হতাশায় অনেক খামারিরা সারা বছর গরু ছাগল লালন পালন করে অধিক মূল্য বিক্রির আশায় থাকলেও পর্যাপ্ত মূল্য না পাওয়ায় অনেকে গরু বিক্রি না করতে পেরে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন।

সফল খামারি ফয়সাল আহমদ জানান চুরাই পথে ভারতীয় গরু আমদানি হওয়ায় সরকার হারাচ্ছে রাজস্ব আর খামারিরা লুকসান দিয়ে গরু বিক্রি করে বাজারে টিকতে না পারায় বেকার হয়ে পড়েছে।

উপজেলায় পশুর হাট বসেছে স্থায়ী জাউয়া বাজার, গোবিন্দগঞ্জ বাজার, দোলার বাজার, অস্থায়ী টেটিয়ার চর বাজার, সোনালী বাংলা বাজার,লাকেশ্বর বাজার, চৌমুহনী বাজার, হাসনাবাদ বাজার, ধারণ বাজার, আলী গঞ্জ বাজার, ইসলাম বাজার, খামার গাও বাজার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments