Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারশ্রীমঙ্গল সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

শ্রীমঙ্গল সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি::

“করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা
অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এ প্রতিপাদ্যকে সাথে নিয়ে শ্রীমঙ্গলে ‘সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। বুধবার (১২ জুন) সকাল ১১ ঘটিকায় সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার রিক্তা গমেজ আরএনডিএম, সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ফাদার যোসেফ গমেজ ওএমআই।

বিশেষ অতিথি ছিলেন খোয়াই রিভার ওয়াটার কিপার তোফাজ্জল সোহেল, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য জনক দেববর্মা।

এছাড়াও দিবসটির কর্মসূচীর অংশ হিসেবে ছিল স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দের উপস্থিতিতে বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয়ের উপর বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন প্রদর্শন, জলবায়ু পরিবর্তনের ফলে ভুমির মরুময়তা ও সহনশীলতা বৃক্ষ রোপন ও জনসচেতনতায় পারে মরুময়তা রুখতে বিষয়ের উপর কবিতা আবৃত্তি, দলীয় নৃত্য ও নাটক পরিবেশন করে স্কুলের শিক্ষার্থীরা।

আলোচনা সভার উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক সিস্টার সংগীতা গমেজ আরএনডিএম। পরিবেশ দিবসের আলোচনা সভায় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমন্ত্রিত অতিথিরা বলেন, প্রকৃতি ও পরিবেশ থেকে নানা উপাদান গ্রহণ করেই আমরা বেঁচে থাকি। কাজেই প্রকৃতি ও পরিবেশ ক্ষতিগ্রস্থ হলে পৃথিবী তথা আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। পৃথিবীতে মানবজাতির কল্যাণের স্বার্থে আমাদেরকে প্রকৃতি ও পরিবেশের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে।  বিশ্ব পরিবেশ দিবস শুধু একটি দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে এটি হওয়া উচিত আমাদের প্রতিটি দিনের অভ্যাস আমাদের দৈনন্দিন জীবনাচার, তাহলেই কেবল সম্ভব পরিবেশ সংরক্ষণ।

আমাদের সবাইকে আজ, এখন থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমরা আমাদের ও ভবিষ্যত প্রজন্মের স্বার্থে পরিবেশ ও প্রকৃতির ক্ষতি সাধন করব না। পরিবেশ দূষণ ছাড়াও আরও অনেক ধরনের দূষণ আছে সেগুলোর কারণ জেনে তার প্রতিকার করতে হবে। পরিবেশ সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। সকলে মিলে দেশের পরিবেশ সুন্দর করার চেষ্টা করতে হবে।

আলোচনা সভার সভাপতি, প্রধান শিক্ষক রিক্তা গমেজ বলেন আমরা যে পরিবেশকে নষ্ট না করি, পরিবেশকে আমরা যদি নষ্টকরি তাহলে পরিবেশও তার প্রতিদান ফিরিয়ে দিবে চরমভাবে। কারণ মনে রাখতে হবে এই ধরিত্রি আমাদের মায়ের মতো । মা যেমন আমাদের যত্ন করেন ঠিক তেমনি ভাবে এই ধরণি আমাদের যত্ন নিয়ে থাকে। তাই আমাদের আজ অঙ্গীকার করা দরকার আমরা আর পরিবেশ নষ্ট করব না,পরিবেশ সংরক্ষণে সর্বদা সচেতন থাকব এবং অন্যকেও সচেতন করব।

আলোচনা সভায় আরোও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। পরিবেশ দিবস উপলক্ষে স্কুল প্রাঙ্গনে বৃক্ষ রোপণ কর্মসূচীর মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments