Friday, November 8, 2024
Homeখেলাধুলাক্রিকেটদ. আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

দ. আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

 

 

স্পোর্টস ডেস্ক,

 

বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। এ ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হবে তা নিয়ে আছে জল্পনা। শরিফুল ইসলামের ফেরা নিয়েও আছে ধোঁয়াশা।

 

বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেলেও ব্যাটাররা ছিলেন না ছন্দে। লিটন দাস রানে ফিরলেও সৌম্য সরকার হতাশ করেছেন আরও একবার। সেই সঙ্গে ওপেনিংয়ে নামা তানজিদ হাসান তামিমও ফিরেছেন হতাশ করে। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠেছে দ্বিতীয় ম্যাচেও কি তারা থাকছেন একাদশে। এমন প্রশ্নের উত্তর দেওয়া কিছুটা কঠিন। তবে দিনশেষে প্রথম ম্যাচে জয় পাওয়ায় একাদশে তাদের টিকে যাওয়ার সম্ভাবনাই বেশি। কেননা, তাদের বাইরে স্কোয়াডে খুব বেশি ব্যাটার নেই।

 

 

এক্ষেত্রে দলের অন্যতম পেসার শরিফুল ইসলামের ফেরার প্রত্যাশা করছে বাংলাদেশ দল। কেননা, এই মুহূর্তে দলের অন্যতম সেরা পেসার যে তিনিই। তাই এমন গুরুত্বপূর্ণ ম্যাচে শরিফুলের ফেরাটা বাংলাদেশ দলের জন্য হতে পারে আশীর্বাদ। যদিও এ ম্যাচে শরিফুল ফিরতে পারবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। কেননা, সবশেষ ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হাতে চোট পেয়েছেন তিনি। আর সেই চোটের কারণে ৬টি সেলাইও লেগেছে তার।

 

তবে শরিফুলের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। আর শেষ পর্যন্ত শরিফুল ফিরতে না পারলে প্রথম ম্যাচের একাদশ নিয়েই এ ম্যাচে খেলতে পারে বাংলাদেশ দল। এক্ষেত্রে স্কোয়াডে থাকা বাকিদের সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। তবে স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে একটা সুযোগ হয়তো পেলেও পেয়ে যেতে পারেন শেখ মেহেদী। সেক্ষেত্রে হয়তো টপ অর্ডারদের মধ্যে কাউকে বাদ পড়তে হতে পারে। নয়তো বা ব্যাটিং শক্তি ঠিক রাখতে তানজিম হাসান সাকিবকে বসানো হতে পারে এই ম্যাচে।

 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান/ শরিফুর ইসলাম/ শেখ মেহেদী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments