নিজস্ব প্রতিনিধি,
সিলেটের লাক্কাতুড়ায় বজ্রপাত থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ৯টি দোকান। এ সময় দোকানের পাশে থাকা চারটি সিএনজিচালিত অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার (১০ জুন) ভোরে সিলেট-বিমানবন্দর সড়কের লাক্কাতুরা বাজারে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার বেলাল হোসেন জানান, ভোরে লাক্কাতুড়া বাজারে বজ্রপাতে কয়েকটি দোকানে আগুন ধরে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বজ্রপাতে সৃষ্ট আগুনে এ সময় চারটি সিএনজিচালিত অটোরিকশাও পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা হবে বলে জানান তিনি।
এদিকে আগুনের খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এদিন সকালে যুক্তরাজ্য থেকে সিলেটে ফেরেন তিনি।