ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধি::
শ্রীমঙ্গলে একজন কৃষকের বাড়ির গোয়াল ঘর থেকে ২০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
রবিবার (৯ জুন) বেলা ২টার সময় লামুয়া গ্রামের কৃষক ছাদই মিয়ার বাড়ির হাসান মিয়ার গোয়াল ঘরের ভেতরের তীরে একটি বড় অজগর সাপ দেখতে পেয়ে বাড়ির মালিক আহমদ আলীসহ পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।
শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দব সাথে সাথেই লামুয়া গ্রামের ছাদই মিয়ার বাড়িস্থ হাসান মিয়ার গোয়াল ঘরের ভেতর থেকে বিশাল আকৃতির অজগর সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন বাংলাদেশ এর পরিচালক স্বপন দেব সজল জানান, উদ্ধারকৃত অজগর সাপটির ওজন অনুমানিক ২০ কেজি, দীর্ঘ ১২ ফুট হবে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন অজগর সাপটিকে উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।