Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারকমলগঞ্জে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

কমলগঞ্জে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

 

মৌলীবাজার জেলা প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’-এই প্রতিপাদ্য নিয়ে শনিবার (৮ জুন) হতে আগামী শুক্রবার (১৪ জুন) পর্যন্ত নাগরিকদের কাছে বিভিন্ন ভূমিসেবা সহজে পৌঁছে দিতে ভূমি মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে।

শনিবার (৮ জুন) দুপুর ১২ টায় কমলগঞ্জ উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে স্থাপিত বুথে এ কার্যক্রমের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জয়নাল আবেদীন।

এসময় আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ত্রিশজন গৃহ ও ভূমি পাপ্ত উপকারভোগীদের মাঝে খারিজা ফর্সা হস্তান্তর করেন।পরে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত।

কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি)রইছ আল রেজুয়ানের সঞ্চালনায় আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আসলম ইকবাল মিলন, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত)আব্দুর রাজ্জাক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল মুনিম তরপদার, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমূখ।

অনুষ্ঠানে ভূমি অফিসের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সেবা গ্রহিতাগণ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments