Saturday, November 23, 2024
Homeনির্বাচনসুনামগঞ্জের সদরে চপল,শান্তিগঞ্জে অভি, মধ্যনগরে রাজ্জাক বিজয়ী

সুনামগঞ্জের সদরে চপল,শান্তিগঞ্জে অভি, মধ্যনগরে রাজ্জাক বিজয়ী

স্টাফ রিপোর্টার,

 

সুনামগঞ্জের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলার সদরে চপল,শান্তিগঞ্জে অভি ও মধ্যনগর উপজেলায় রাজ্জাক বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

 

 

বুধবার রাতে তিনটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাদের বিজয়ী ঘোষণা করেছেন।

 

 

সুনামগঞ্জ সদর উপজেলায় ৭৮ টি ভোট কেন্দ্রে

 

খায়রুল হুদা চপল মোটর সাইকেল প্রতীকে ৩৬ হাজার ৩১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বি স্মরণ আনারস প্রতিকে পেয়েছেন ২৫ হাজার ৪৭০ ভোট ও আওয়ামী লীগ নেতা মনিষ কান্তি দে মিন্টু ঘোড়া প্রতিকে পেয়েছেন ১৬হাজার ৬২০ ভোট।

 

এই উপজেলায় সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৮০৪০৬ বাতিলকৃত ভোটের সংখ্যা ২০০৫। বৈধ ভোটের সংখ্যা ৭৮৪০১। প্রদত্ত ভোটের শতকরা হার ৩৬.৩৭%। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মৌসুমী মান্নান রাতে এই ফলাফল ঘোষণা করেছেন।

 

শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৫৬টি কেন্দ্রে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সাদাত মান্নান অভি আনারস প্রতিকে পেয়েছেন ৪০ হাজার ৯৮৭ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম মোটরসাইকেল প্রতিকে পেয়েছেন ১৯ হাজার ৫৫০ভোট।

 

এই উপজেলায় সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৪০০৪৬। বাতিলকৃত ভোটের সংখ্যা ১৬২৮। বৈধ ভোটের সংখ্যা ৩৮৪১৮। প্রদত্ত ভোটের শতকরা হার ৪৫.০১%। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুকান্ত শাহা রাতে এই ফলাফল ঘোষণা করেছেন।

 

মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনে ২৭ টি কেন্দ্রে উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুর রাজ্জাক ভুঁইয়া মোটরসাইকেল প্রতিকে পেয়েছেন ১২ হাজার ৮৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোঃ সাঈদুর রহমান (কাপ-পিরিচ) পেয়েছেন ৯ হাজার ৯১৬ভোট পেয়েছেন। এই উপজেলায় সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৬৫৬১৮। বাতিলকৃত ভোটের সংখ্যা ১২৭৮। বৈধ ভোটের সংখ্যা ৬৪৩৪০। প্রদত্ত ভোটের শতকরা হার ৫৪.৭৪%। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অতীশ দর্শী চাকমা রাতে এই ফলাফল ঘোষণা করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments